ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে শাবি শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৪:২৬, ৫ আগস্ট ২০১৬

জঙ্গী সম্পৃক্ততার  অভিযোগে শাবি  শিক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। র‌্যাব সদস্যরা বুধবার তাকে সিলেট নগরী থেকে আটক করে বৃহস্পতিবার থানায় হস্তান্তর করে। আটক শিক্ষার্থীর নাম মোঃ জুয়েল আহমদ। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মী। আটক জুয়েল শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। জানা যায়, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গী সন্দেহে চার যুবককে আটক করে র‌্যাব। তাদের মধ্যে একজনের জঙ্গী সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, এ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলো। নওগাঁয় জামায়াত নেতা নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত জেএমবি সদস্য সন্দেহে জামায়াত নেতা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কাইয়ুম উপজেলার কালীগ্রাম গ্রামের আসগর আলীর ছেলে। বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক বলে জানা গেছে। দিনাজপুরে ৭ শিবির ক্যাডার স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, কাহারোল উপজেলায় পুলিশী অভিযানে দেশীয় অস্ত্র, জিহাদী বই ও লিফলেটসহ সাত শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। কাহারোল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল উপজেলার দশমাইল গড়নুরপুর এলাকার জামায়াত নেতা আজিজুর রহমানের বাড়িতে গোপন বৈঠক চলাকালীন পুলিশ অভিযান চালায়।
×