ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা মামলায় দুই শ’ আসামি ॥ গ্রেফতার ৬

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৪, ৫ আগস্ট ২০১৬

টুকরো  খবর

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৪ আগস্ট ॥ কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের হামলায় তিন এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বুধবার রাতে লোহাগড়ায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় ইউপি চেয়ারম্যান মতিয়ারসহ ৬ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ারসহ ২শ’ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার কচুবাড়িয়া এলাকা থেকে দুটি বিদেশী পিস্তলসহ উজ্জ্বল নামে এক যুবককে আটক করে পুলিশ। লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারকালে উজ্জ্বলকে অস্ত্রসহ আটক করা হয়। এদিকে উজ্জ্বলের শাস্তির দাবিতে বুধবার রাতে কাশিপুর ইউয়িনের চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকরা লোহাগড়া থানা এলাকায় জড়ো হন। কাশিপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান লোকজন নিয়ে থানায় প্রবেশ করলে পুলিশের সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা চেয়ারম্যান মতিয়ারকে থানার মধ্যে ফেলে ব্যাপক মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে মতিয়ার রহমান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। শ্রমিকদের পুনর্বহাল দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে এ্যামিরেটস্ সিমেন্টের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে চরমুক্তারপুরে এ্যামিরেটস্ সিমেন্ট কারখানার প্রধান ফটকে চাকরিচ্যুত শ্রমিকরা এতে অংশ নেয় । এর আগে এসব শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করে চলমান কারখানার সকল উৎপাদন বন্ধ করে কারখানার প্রশাসনিক কর্মকর্তাসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন এসব তথ্য দিয়ে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সিমেন্ট কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের বিক্ষোভ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী ২০১৬ বাতিল করার দাবিতে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশে বক্তব্য রাখেন, বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, কলেজ শাখার সভাপতি আজম খান অনিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ সেলিম প্রমুখ। শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জোয়ারে ভেসে যাওয়া চার বছরের শিশুকন্যা রাওনা খানমের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে ভেদুরিয়া সংলগ্ন জয়ন্তী নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাওনা ভেদুরিয়া গ্রামের সিদ্দিক খানের কন্যা। মুলাদী থানার ওসি মোঃ মতিউর রহমান জানান, রাওনাদের বাড়ির উঠান জোয়ারের পানিতে তলিয়ে যায়। বুধবার দুপুরে সবার অজান্তে উঠানে নামলে জোয়ারের পানির স্রোতের ভেসে যায় শিশুটি। সাপের কামড়ে দুই জনের মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ৪ আগস্ট ॥ বেড়া উপজেলায় বুধবার রাতে সাপের কামড়ে এক কলেজছাত্রীসহ দু’জন মারা গেছে। এরা হলো পুরানভারেঙ্গা ইউনিয়নের বোরামারা গ্রামের মুন্নী খাতুন (১৭) ও নতুনভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া গ্রামের সিদ্দিক (৫০)। মুন্নী বোরামারা গ্রামের আলম মোল্লার মেয়ে ও উপজেলার কাশীনাথপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয়রা জানান, বন্যা কবলিত বোরামারা গ্রামে বুধবার রাত ১০ টার দিকে মুন্নী ঘুমে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বাড়ির লোকজন তাকে স্থানীয় ওঝাদের কাছে নিয়ে গেলে তারা ঝাড়ফুঁক চালায়। অস্ত্রসহ শিক্ষক আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ আগস্ট ॥ অস্ত্রসহ মিনারুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের বাসটার্মিনাল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশের নিয়মিত টহল দল ভোররাতে টার্মিনাল এলাকায় টহল দিচ্ছিল। সেসময় মিনারুল ইসলামকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি শাটার গান পাওয়া যায়। আটক মিনারুল ইসলাম ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ায় থাকেন এবং শহরের একটি কেজি স্কুলে শিক্ষকতা করেন। এর আগে শিক্ষক মিনারুলের স্ত্রী মেহেরুন নেছা মেরী বুধবার দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামীকে গত ৩০ জুলাই রাত ৩টার দিকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় ৫৬ স্কুল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু হয়েছে বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানি রবির পৃষ্ঠপোষকতায় রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রাম এ প্রতিযোগিতার আয়োজন করেছে। সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। দৃষ্টি চট্টগ্রাম সূত্রে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বৃহত্তর চট্টগ্রামের ৩৬টিসহ দেশের বিভিন্ন জেলার ৫৬টি স্কুল ও ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও রাঙ্গামাটিতেও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল ও রবির কমিউনিকেশন এ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি পিপলস এ্যান্ড কর্পোরেটের ভাইস চেয়ারম্যন একরাম কবির।
×