ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কার্সড চাইল্ড হ্যারি পটারের শেষ গল্প ॥ জে কে রাউলিং

প্রকাশিত: ০৩:৪৩, ৫ আগস্ট ২০১৬

কার্সড চাইল্ড হ্যারি পটারের শেষ গল্প ॥ জে কে রাউলিং

গত সপ্তাহে প্রকাশ পেয়েছে হ্যারি পটারের অষ্টম গল্প ‘হ্যারি পটার এ্যান্ড দ্য কার্সড চাইল্ড’। লেখক জে কে রাউলিং তার লাখো ভক্তকে জানিয়েছেন, হ্যারি পটারের গল্প এবার শেষ হয়েছে। কার্সড চাইল্ড হ্যারি পটারের শেষ গল্প। খবর গার্ডিয়ানের। গত সপ্তাহের শেষে দুই পর্বের হ্যারি পটার এ্যান্ড দ্য কার্সড চাইল্ড নাটকের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এখানে হ্যারি পটারকে দেখা যাবে ৩৭ বছর বয়সী অভিভাবকের চরিত্রে। রাউলিং বলেন, এ নাটক ও নাটকের স্ক্রিপ্ট আগের গল্প থেকে আলাদা। এটি হ্যারি পটার সিরিজের অংশ নয়। দুই পর্বের নাটকে হ্যারি পটার একটি বড় জার্নির ভেতর দিয়ে যায়। কাহিনীর মূলে রয়েছে হ্যারি পটারের পরবর্তী প্রজন্ম। আমার মনে হয়, আমরা শেষ করতে পেরেছিÑ জানান জে কে রাউলিং। দর্শক অভিব্যক্তি হিসেবে লেখক জানান, নাটকটি দেখে আমি শিহরিত হয়েছি ও সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছি। হ্যারি পটার এবার সম্পন্ন হলো! নাটক প্রিমিয়ারের রাতেই, অর্থাৎ গত শনিবার (৩০ জুলাই) মধ্যরাতে যুক্তরাজ্যের বইয়ের দোকানগুলোতে পার্টি জমে ওঠে। হ্যারি পটার এ্যান্ড দ্য কার্সড চাইল্ড নাটকের স্ক্রিপটি বুকচার্টের শীর্ষে অবস্থান করছিল। যুক্তরাজ্যের ওয়াটারস্টোন বুক স্টোরে আগেভাগেই অর্ডার পড়েছিল এক লাখ কপির। বছরের সবচেয়ে পূর্ব অর্ডার করা বইয়ের লিস্টে এ্যামাজন ইউকেতে এটিই ছিল সবার ওপরে।
×