ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্দার্ন ভার্সিটিতে বিশ্ব হেপাটাইটিস দিবসে সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত: ০৮:১৫, ১ আগস্ট ২০১৬

নর্দার্ন ভার্সিটিতে বিশ্ব  হেপাটাইটিস দিবসে সচেতনতামূলক  সেমিনার

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রবিবার নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি অনুষদ ‘ভাইরাল হেপাটাইটিস ও ফ্যাটি লিভার ডিজিজ ’-এর ওপর সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে। নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন । প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ড. আহমেদ লুৎফুল মবিন এবং আবদুল মালেক উকিল মেডিক্যাল হসপিটালের হেপাটোলজী বিভাগের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. এম.এ.রহিম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড.মামুন-আল-মাহতাব। সেমিনারে প্রধান বক্তা প্রফেসর ড.মামুন-আল-মাহতাব বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞানগর্ভ আলোচনা করেন। সেমিনারটি পরিচালনা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হেপাটোলজি বিভাগের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. ফায়াজ আহমেদ খন্দকার। -বিজ্ঞপ্তি
×