ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হুমকিদাতাদের নির্মূলের সময় এসেছে ॥ মহিউদ্দিন

প্রকাশিত: ০৪:৩৪, ১ আগস্ট ২০১৬

হুমকিদাতাদের নির্মূলের সময় এসেছে ॥ মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বরেণ্য সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ চট্টগ্রামের ৫ বিশিষ্ট ব্যক্তিকে প্রাণনাশের হুমকি জাতির বিবেককে ক্ষতবিক্ষত করেছে। হুমকিদাতাদের শেকড় খুঁজে বের করে তাদের ঘৃণ্য অপকর্মের উচিত জবাব দিতে হবে। জাতিকে মেধাশূন্য করতে ইতোপূর্বেও একাধিকবার সুশীল সমাজের ওপর হামলা এসেছে। কারণ এই সুশীল সমাজই অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক। আর সে কারণেই তাঁদের ওপর মৃত্যুর পরোয়ানা জারি করেছে দেশবিরোধী জঙ্গীরা। তাদের এই ঔদ্ধত্য সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তাই এদের নির্মূল করার সময় এসেছে। রবিবার চট্টগ্রামে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। নগরীর জামালখান সড়কে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর অনিল কান্তি দর, ব্যবসা প্রসাশন অনুষদের সহকারী ডিন মঈনুল হক, স্থাপত্য বিভাগের সভাপতি স্থপতি সোহেল এম সাকুর প্রমুখ। চবিতে মানববন্ধন চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চবি বঙ্গবন্ধু চত্বরে পর্যায়ক্রমে মানববন্ধন করে চবি কর্মচারী ইউনিয়ন, চবি কর্মচারী সমিতি, চবি অফিসার সমিতি। মানববন্ধনসমূহে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, চবি অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকন, সাধারণ সম্পাদক রশিদুল হায়দার জাবেদ, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান, চবি কর্মচারী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমীর হোসেন, চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি জোস মোহাম্মদ, সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ জুলাই চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ড. চন্দন দাশ, ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালীকে হত্যার হুমকি সম্বলিত একটি চিঠি চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বরাবর ডাকযোগে আসে। এতে আগামী কোরবানির ঈদে পশু জবাইয়ের সঙ্গে সঙ্ড়ে এই পাঁচ বিশিষ্টজনকেও হত্যা করা হবে বলে হুমিক দেয়া হয়।
×