ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিএনপির মদদে দেশে জঙ্গীবাদের বিস্তার ঘটেছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৩, ৩০ জুলাই ২০১৬

বিএনপির মদদে দেশে জঙ্গীবাদের বিস্তার ঘটেছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুতসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধশালী হয়ে ওঠে। তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও এবং বোমা মেরে মানুষ হত্যা করে জনগণের কাছে পরাজিত হয়ে জঙ্গীবাদে মদদ দিচ্ছে। তাদের মদদে দেশে জঙ্গীবাদের বিস্তার হয়েছে, জঙ্গী হামলায় দেশের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশের জনগণ সোচ্চার হয়েছে, জঙ্গী দমনে শেখ হাসিনার সরকার সফল হবেই ইনশাআল্লাহ। তিনি আত্মবিশ্বাস নিয়ে এও বলেছেন উন্নয়ন এবং জনগণের ভালবাসা নিয়ে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে। তিনি শুক্রবার তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের দুর্গম চরাঞ্চলে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণকালে পৃথক তিনটি সমাবেশে এসব কথা বলেছেন। পরে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বন্যা উপদ্রুত রানীগ্রাম ও গনেরগাতি এলাকা পরিদর্শন করেন। বন্যার ছোবলে সিরাজগঞ্জের কাজীপুরের চরাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনার দুর্গম চরের ৬ ইউনিয়নের ৫০ হাজারেরও বেশি মানুষ। জমির ফসল ডুবে গেছে, ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবুও চরের মানুষ ক্লান্ত নয়, তারা বৈরী পরিবেশে যুদ্ধ করে টিকে আছে। এসব মানুষকে দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রী নাসিম স্পিডবোট নিয়ে পানিপথে এবং মোটরসাইকেলে কাঁচাপাকা সড়ক দিয়ে দিনভর বন্যাদুর্গত মানুষের দুরবস্থা সরেজমিন ঘুরে দেখেন। নাটুয়ারপাড়া, তেকানি এবং শুভগাছা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ, উপ-পরিচালক (প,প) শাহিন হাসান, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ। তিনি তেকানী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসেও কিছু সময় অবস্থান করেন এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্যসহকারে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এ অবস্থায় কোন অপশক্তির কাছে মাথা নত করা যায় না। স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সকল অপশক্তিকে প্রতিরোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা করছে, ঈদের জামাতে যারা হামলা চালায় তারা মুসলমান হতে পারে না।
×