ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে সংঘাত এড়াতে চায় যুক্তরাষ্ট্র ॥ কেরি

প্রকাশিত: ০৪:০১, ২৮ জুলাই ২০১৬

দক্ষিণ চীন সাগরে সংঘাত এড়াতে চায় যুক্তরাষ্ট্র ॥ কেরি

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র সংঘাত এড়াতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওই সাগরের বেশিরভাগ এলাকা নিয়ে চীনের দাবি প্রত্যাখ্যান করার পর বুধবার কেরি এ কথা বলেন। খবর এএফপির। ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্টো ইয়াসের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সালিশী আদালতে চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের বিশাল জয় নিয়ে আলোচনা করেন তারা। আমেরিকার শীর্ষ কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র চায় চীন ও ফিলিপিন্স আলোচনার পাশাপাশি আস্থা গড়ে তোলার পদক্ষেপ নিক। জন কেরি বলেন, আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্ত বাধ্যতামূলক। কিন্তু আমরা কোন ধরনের সংঘাত তৈরির চেষ্টা করছি না। আমরা সমাধানের সুযোগ তৈরির চেষ্টা করছি যেন আইন অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়। চলতি মাসে হেগভিত্তিক ট্রাইব্যুনাল জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ কৌশলগত জলপথ চীনেরÑ এমন দাবি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ট্রাইব্যুনালের এমন রায়ে ক্ষুব্ধ হয়েছে চীন। আর রায় প্রত্যাখ্যান করেছে দেশটি। তবে যুক্তরাষ্ট্র দাবিদারদের জন্য বিরোধের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ দেখছে বলে মন্তব্য করে জন কেরি বলেন, আমরা একটি প্রক্রিয়া নির্ধারণের আশা করি। যা সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের ভৌগোলিক পরিধি কমিয়ে এনে বিবদমান এলাকায় আচরণগত মান ঠিক করবে। যা থেকে বেরিয়ে আসতে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান। তাই এক্ষেত্রে প্রয়োজন আস্থা গড়ে তোলার পদক্ষেপসমূহ।ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানও দক্ষিণ চীন সাগরে নিজেদের এলাকা রয়েছে বলে দাবি করে। গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে প্রতি বছর বাণিজ্য হয় পাঁচ লাখ কোটি ডলার। কাশ্মীরে বিতর্কিত পেলেট গান নিয়ে অনলাইনে বিতর্ক ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে বিতর্কিত পেলেট গান বা ছররা বন্দুকের বিরুদ্ধে ভারতীয় সেলিব্রেটিদের ফটোশপড ছবি ব্যবহার করে অনলাইনে চালানো একটি ক্যাম্পেন ভাইরাল হয়ে উঠেছে। অশান্ত কাশ্মীরে শত শত যুবক গত কয়েকদিনে এ পেলেট গানে আহত হয়েছে। এদের মধ্যে অনেকে দৃষ্টিশক্তি হারাতে বসেছে। এখন পাকিস্তানভিত্তিক একটি অনলাইন গ্রুপ ‘নেভার ফরগেট পাকিস্তান’ শাহরুখ খান, অমিতাভ বচ্চন বা নরেন্দ্র মোদির মতো ভারতীয় তারকা বা রাজনীতিকদের মুখ পেলেট গানে গুলিবিদ্ধ হলে কেমন দেখাবে- সেই ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছে- এ পরিচিত মুখগুলো জখম হলে পেলেট গানের ট্র্যাজেডি কি তখন গুরুত্বপূর্ণ মনে হবে? এ অভিনব ক্যাম্পেন ফেসবুক-টুইটারে অকল্পনীয় সাড়াও ফেলেছে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই। কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতার সময় এ পেলেট গান বা ছররা বন্দুক ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করছে আর গোড়া থেকেই এ বন্দুক তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের পার্লামেন্টে যদিও এটাকে প্রাণঘাতী অস্ত্র নয় বলেই দাবি করা হয়েছে। কিন্তু এ বন্দুকের কার্র্তুজ থেকে চারদিকে ছিটকে পড়া অসংখ্য ছররায় বহু বিক্ষোভকারী মারাত্মকভাবে আহত হয়েছে। -বিবিসি
×