ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অধ্যাপক রেজাউল হত্যা

তিন মাসেও চার্জশীট দিতে পারেনি পুলিশ

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ জুলাই ২০১৬

তিন মাসেও চার্জশীট দিতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার চার্জশীট হয়নি। কার্যত ঝিমিয়ে পড়েছে এ মামলার অগ্রগতি। চাঞ্চল্যকর এ হত্যাকা-ের পর লাগাতার আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। কিন্তু হত্যার তিন মাসেও অভিযোগপত্র জমা দিতে পারেনি মহানগর গোয়েন্দা পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে অগ্রগতি হচ্ছে এ মামলার। রাজশাহী মহানগর ডিবি পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, ‘তদন্তে ভাল অগ্রগতি হয়েছে। সময় হলেই অভিযোগপত্র জমা দেয়া হবে। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি। তবে হত্যার মোটিভ সম্পর্কে তিনি বলেন, তিনি মুক্তমনা ছিলেন তাই জেএমবিরা তাকে হত্যা করেছে। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউলকে নিজ বাসার পাশেই গলা কেটে হত্যা করা হয়। এ পর্যন্ত জড়িত সন্দেহে ১২ জনকে এ মামলায় গ্রেফতার করা হয়। এর মধ্যে হাফিজুর রহমান নামে এক শিবিরকর্মী পুলিশ হেফাজতে ‘অসুস্থ’ হয়ে মারা গেছেন। এছাড়া গ্রেফতারকৃতদের তিনজন জড়িত থাকার অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। সর্বশেষ ২২ মে আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন আলী দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়।
×