ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারেককে দ্রুত ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবিতে ঢাবিতে বিক্ষোভ, সমাবেশ

প্রকাশিত: ০৯:১৫, ২৩ জুলাই ২০১৬

তারেককে দ্রুত ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবিতে ঢাবিতে বিক্ষোভ, সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাবি ছাত্রলীগ শাখার সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন। আবিদ আল হাসান বলেন, খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমান বিদেশে বসে দেশবিরোধী কাজে লিপ্ত আছে। অর্থ পাচার মামলার রায়ে তার যে সাজা হয়েছে তা কার্যকর করতে তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে সাজা কার্যকর করতে হবে। মোতাহার হোসেন প্রিন্স বলেন, জঙ্গীমাতা খালেদা দেশে থেকে ও তারেক জিয়া বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশবিরোধী কোন চক্রান্ত বাংলাদেশের ছাত্রসমাজ মেনে নেবে না। তাই উচ্চ আদালত যে রায় দিয়েছে সে রায় বাস্তবায়নে দ্রুত কার্যকরের উদ্যোগ নিতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী, মেহেদী হাসান রনি, আদিত্য নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক সৃজন ঘোষ সজিবসহ অনেকে।
×