ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর বহুতল ভবনের গাড়ি পার্কিং স্থানে ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৭:০৬, ১৬ জুলাই ২০১৬

রাজধানীর বহুতল ভবনের গাড়ি পার্কিং স্থানে ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অধিকাংশ বহুতল ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে রয়ে গেছে নক্সাবহির্ভূত নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। রাজউকের উচ্ছেদ অভিযানের পরও কার্যত কোন পরিবর্তন নেই গত কয়েক মাসে। এদিকে, রাজউকের সম্মতিক্রমেই নক্সাবহির্ভূত এসব ভবন নির্মিত হয়েছে বলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থায়ী পদক্ষেপ না থাকায় রাজউকের অভিযানকে লোক দেখানো বলে মন্তব্য করেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর ফকিরাপুলের বহুতলা একটি ভবন। গাড়ি পার্কিং ব্যবস্থা রেখেই নির্মাণ করা হয়েছিল ভবনটি। তবে, সামান্য জায়গা ছাড়া সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট। পাশের ভবনটির ভূতলে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে দাবি করা হলেও মূলত তাতে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেয়া হয়েছে। রাজউকের ইমারত নির্মাণ আইনে ছয়তলার ওপরে নির্মিত সকল ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা বাধ্যতামূলক থাকলেও অধিকাংশ ভবনেই তা মানা হচ্ছে না। ফলে রাস্তায় গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের বিশেষ অভিযানের পরও স্থায়ী কোন পরিবর্তন নেই। রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন ভুঁইয়া বলেন, ‘রাজউক যদি প্রথম থেকেই কঠোর হস্তে দমন করত তাহলে অবৈধ স্থাপনা গড়ে উঠত না।’ অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থায়ী রূপ দিতে রাজউককে জবাবদিহিতার আওতায় আনার প্রতি গুরুত্ব দেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। তার মতে, রাজধানীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন রাজউক ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট ও সময়োপযোগী সমন্বয়।
×