ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে হামলায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জুলাই ২০১৬

ফরিদপুরে হামলায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ জুলাই ॥ ফরিদপুরে পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত যুবলীগ কর্মী ছোটন বিশ্বাস (৩২) মারা গেছেন। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রঘুনন্দনপুর এলাকার টিপু সুলতানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোটন। ছোটন ফরিদপুর সদরের রঘুনন্দনপুর খ্রীস্টান মিশন মহল্লার মৃত বিরেন বিশ্বাসের ছেলে। সে অম্বিকাপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী । ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কুদ্দুসুর রহমান জানান, গত সোমবার রাত ৯টার দিকে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত ঢাকা বাস কাউন্টারে হামলা চালায়। টঙ্গীতে নারী শ্রমিককে গলা কেটে হত্যা নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৪ জুলাই ॥ টঙ্গীতে এক নারী শ্রমিক নার্গিস বেগমকে (৪৫) গলা কেটে হত্যা করেছে তারই এক সহকর্মী। বুধবার রাতে স্থানীয় এরশাদ নগর পুনর্র্বাসন (বস্তি) এলাকার ৪ নম্বর ব্লকের একটি বাসায় এ হত্যাকা- ঘটে। নিহতের মেয়েরা জানায়, তারা বুধবার রাত ১০টায় ঘুমিয়ে পড়ার আগে তাদের বাসায় রাজ মিস্ত্রি মানিক এসে মা নার্গিসের সাথে কথা বলছিল। মানিকের সাথে নার্গিস একসময় রাজযোগালীর কাজ করত। রাত সাড়ে ১২টার দিকে মা নার্গিসের চিৎকার শুনে তাদের ঘুম ভাঙ্গে। এসময় মানিক তাদের মারধর করে এবং নার্গিসকে বঁটি দিয়ে গলা কেটে দ্রুত পালিয়ে যায়। সেনা সদস্যের স্ত্রী স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে কসবায় সেনা সদস্যের স্ত্রী ও তিন সন্তানের জননী পুতুলকে (৫০) গলা কেটে হত্যা করেছে দুবর্ৃৃত্তরা। নিহত পুতুলের স্বামী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য। তিনি বর্তমানে পদ্মা সেতু এলাকায় কর্মরত আছেন। কসবা পৌরসভার বগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কসবা থানা পুলিশ জানায়, সম্ভবত দুপুরের কোন এক সময় দুর্বৃত্তরা নিজ ঘরে ঢুকে গৃহবধূ পুতুলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। গোপন বৈঠককালে ‘আল্লাহ্র দল’ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ জুলাই ॥ পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের মহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে গোপন বৈঠককালে বৃহস্পতিবার ভোরে পুলিশ জঙ্গী সংগঠন ‘আল্লাহ্র দল’ এর রংপুর অঞ্চলের নায়ক মান্না মিয়া ওরফে ইমাম বিপুল (২৭) কে গ্রেফতার করেছে। এসময় ওই বৈঠকে অংশগ্রহণকারী সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত মান্না মিয়া পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি নীলফামারী আঞ্চলিক শাখারও নায়ক। গ্রেফতারের সময় তার কাছে একটি কালো ব্যাগ পাওয়া যায়। তাতে কিছু জিহাদী বই ও হাতে লেখা সাংগঠনিক তথ্য এবং ওই দলের সারাদেশের ৪০ থেকে ৪৫ জনের নামের তালিকা পাওয়া গেছে। কিন্তু তাতে কোন ঠিকানা লেখা ছিল না। নাটোরে বাড়িতে হামলা, লুট নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ জুলাই ॥ বড়াইগ্রামে নৌকা প্রতীকে ভোট দেয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে চারটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে এ ঘটনা ঘটে।
×