ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে লাইটে ত্রুটি ॥ ফ্লাইট ওঠা-নামা এক ঘণ্টা বন্ধ

প্রকাশিত: ০৮:৫০, ২৫ জুন ২০১৬

শাহজালালে লাইটে ত্রুটি ॥ ফ্লাইট ওঠা-নামা এক ঘণ্টা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের একটি লাইটের বিটুমিন সরে যাওয়ায় ফ্লাইট ওঠা-নামা এক ঘণ্টা বন্ধ থাকে। এর ফলে চারটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে গিয়ে নামতে বাধ্য হয়। অবশ্য প্রকৌশল বিভাগের ত্বরিত ব্যবস্থা গ্রহণে এক ঘণ্টার মধ্যেই ওই লাইট মেরামত করার পর ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। ঘটনাটি শুক্রবার দুপুরের। সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এ বিষয়ে জনকণ্ঠকে বলেন, রানওয়ের মাঝখানের একটি লাইটের চারপাশের বিটুমিন সরে যাওয়ায় সেটা টাওয়ারের নজরে আসে। তাৎক্ষণিক মেরামতের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) উইং কমান্ডার জিয়াউল কবির জানান, এটা সম্ভব হয়েছে দ্রুত টাওয়ারের নজরে আসায়। রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট কিছুটা বিচ্যুতি হওয়ায় তাৎক্ষণিক ঠিক করার উদ্যোগ নেয় প্রকৌশল বিভাগ। প্রকৌশল বিভাগের দ্রুত ব্যবস্থা গ্রহণে পরি্িস্থতি স্বাভাবিক হয়ে আসে।
×