ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহত চালকের মৃত্যু ॥ ক্লিনিকে হামলা বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৬, ২৪ জুন ২০১৬

আহত চালকের মৃত্যু ॥ ক্লিনিকে হামলা বিক্ষোভ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ডাক্তারের অবহেলায় খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত জিপচালকের মৃত্যুর অভিযোগে উত্তেজিত শ্রমিকরা সদর হাসপাতাল ও একটি ক্লিনিকে হামলা ও ভাংচুর হয়েছে। বুধবার রাত সোয়া ১২টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুউদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের চেঙ্গী ব্রিজ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি চাঁদেরগাড়ি ও একটি সিএনজিকে ধাক্কায় দিলে চাঁদের গাড়িচালক রূপম দে, সহকারী উলাচাইং ও সিএনজির যাত্রী সুমাইয়া আহত হয়। আহতদের খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে জিপচালক রূপম দে মারা যান। এ ঘটনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে অর্ধ সহস্রাধিক উত্তেজিত শ্রমিক প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং রাত সোয়া ১২টার দিকে শহরের নারিকেল বাগান এলাকায় প্রাইভেট ক্লিনিক লাইফ কেয়ারে হামলা চালিয়ে জানালা ও দরজার কাচ ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জিপচালক রূপম দে’র ছোট ভাই স্বপন দে’র অভিযোগ, তার বড় ভাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে কোন ডাক্তার না থাকায় শহরে একটি প্রাইভেট ক্লিনিক লাইফ কেয়ারে নেয়া হয়। সেখানেও কোন ডাক্তার না পেয়ে আবার হাসপাতালে আনা হলে রাত সোয়া ১০টার দিকে বিনা চিকিৎসায় তার মৃত্যু ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম জানান, বিষয়টি খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরাকে মোবাইলে পর পর তিন দফা অনুরোধ করা হলে তিনি কিংবা কোন ডাক্তার হাসপাতালে আসেননি। খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নীশিত নন্দী মজুমদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×