ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস

প্রকাশিত: ০৮:১৬, ২৩ জুন ২০১৬

আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস

আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিবছর ২৩ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে। খবর বাসসর। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথভাবে এ দিবসটি পালিত হবে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারের নানা সংস্থা বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দেশব্যাপী দিবসটি পালন করবে। এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়নÑলক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জনকল্যাণে গৃহীত সরকারের কর্মসূচীর সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মূলত দক্ষ সিভিল সার্ভিস হচ্ছে জনপ্রশাসনের ভিত্তি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বর্তমান সরকার দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণে একটি সক্ষম, দক্ষ, কার্যকর এবং গতিশীল জনপ্রশাসন সৃষ্টির লক্ষ্যে দৃঢ়ভাবে সচেষ্ট। অপরদিকে দিবসটি উপলক্ষে বিআরটিএ’র সেবা কার্যক্রম গ্রহীতাদের জন্য সহজলভ্য করতে সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত ঢাকায় মানিক মিয়া এ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুর বিভাগীয় সদরে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে স্পটে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেয়া হবে।
×