ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মার্কিন কংগ্রেসের রিপোর্ট

পাক-ভারত পরমাণু অস্ত্রে বিপন্ন হবে সামরিক স্থিতি

প্রকাশিত: ০৪:০৫, ২২ জুন ২০১৬

পাক-ভারত পরমাণু অস্ত্রে বিপন্ন হবে সামরিক স্থিতি

পাকিস্তান ও ভারতের পরমাণু অস্ত্র উন্নয়ন কর্মসূচী অব্যাহত থাকায় দুটি দেশের মধ্যকার সামরিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) ‘পাকিস্তানের পরমাণু অস্ত্র’ শীর্ষক এক রিপোর্টে এ কথা বলা হয়। খবর ডন অনলাইনের। এতে বলা হয়, পাকিস্তানের পরমাণু অস্ত্রভা-ারের সম্প্রসারণ নতুন ধরনের পরমাণু ওয়ারহেডের উন্নয়ন এবং রণক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার প্রেক্ষিতে পর্যবেক্ষকরা পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু সংঘাতের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন। রিপোর্টে পাকিস্তানের হাতে প্রায় ১১০-১৩০টি ওয়ারহেড থাকতে পারে বলে ধারণা ব্যক্ত করা হয়, কিন্তু সেই অস্ত্রভা-ার ধারণার চেয়েও বড় হতে পারে। সিআরসি রিপোর্টে বলা হয়, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন ও পাকিস্তানী কর্মকর্তারা আস্থাশীল থাকলেও পাকিস্তানের অব্যাহত অস্থিরতা ঐ অস্ত্রভা-ারের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। পাকিস্তানের পরমাণু অস্ত্রভা-ার নিয়ে আন্তর্জাতিক আস্থা বাড়াতে ও পরমাণু অস্ত্রের নিরাপত্তার উন্নতি ঘটাতে এবং পরমাণু অস্ত্র সম্পর্কিত প্রযুক্তি ও উপকরণের আরও বিস্তার রোধ করতে কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। অধিকন্তু, রফতানি নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা সহযোগিতা কর্মসূচী পাকিস্তানের পরমাণু নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে, কিন্তু পাকিস্তানের অস্থিরতা এসব সংস্কারের বিস্তৃতি ও স্থায়িত্ব নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। পাকিস্তান ও ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য করা হতে পারে, এ সম্ভাবনার মধ্যে ঐ রিপোর্ট প্রকাশ পেল। ৪৮ জাতি নিয়ে গঠিত ঐ ক্লাবের লক্ষ্য হলো পরমাণু অস্ত্র তৈরিতে সহায়ক হতে পারে এমন উপকরণের রফতানি ও পুনঃহস্তান্তর নিয়ন্ত্রণ করে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা। চীনে ব্যাংক কর্মীদের প্রকাশ্যে পশ্চাদ্দেশে বেত মেরে শাস্তি চীনের এক ব্যাংকের কর্মচারীরা ঠিকমতো কাজ না করায় তাদের প্রকাশ্যে পশ্চাদ্দেশে বেত মারা হচ্ছে, এমন এক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রথম অনলাইনে পোস্ট করে পিপলস ডেইলি। খবর বিবিসি অনলাইনের। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আটজন লোককে জিজ্ঞেস করছে, কেন তারা প্রশিক্ষণে ভালো করতে পারেনি। তাদের উত্তর শোনার পর এই লোকটিকে বলতে শোনা যায়, ‘তোমাদের এখন মারা হবে, তোমরা প্রস্তুত হও।’ উত্তর চীনের চাংজির এক গ্রামের একটি বাণিজ্যিক ব্যাংকে এই ঘটনা ঘটে। এ নিয়ে তুমুল হৈ চৈ শুরু হওয়?ার পর এই ব্যাংকটির দু’জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সাউথ চায়?না মর্নিং পোস্ট পত্রিকা জানাচ্ছে, যে ব্যাংক কর্মকর্তা এই কাজ করেছিলেন, তিনি পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
×