ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৪, ২১ জুন ২০১৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেনে ও সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে তিনশ’ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, ভাটারায় বাস চাপায় ঝর্ণা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম ইব্রাহিম মিয়া। বাড়ি ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলার ডাকাতি গ্রামে। ভাটারা থানার এসআই জিয়া উদ্দিন জানান, দুপুরে নতুনবাজারের সামনের রাস্তা পার হতে গিয়ে ঝর্ণা আক্তার একটি দ্রুতগামী বাস চাপায় গুরুতর আহত হয় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হল্ েকর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথমে অজ্ঞাত হিসেবে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। পরে ওই নারীর পরিচয় মেলে। সকালে কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সোমবার সকাল নয়টার দিকে কমলাপুর স্টেশনের দুই নম্বর রেললাইনের ওপর অজ্ঞাত (৩০) ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওসি জানান, ওই নারীর বাঁ হাত ও পা দেহ থেকে বিছিন্ন হয়ে যায়। নিহতের পরনে চেক সালোয়ার কামিজ ও পায়ে সবুজ রঙের স্যান্ডেল ছিল। ইয়াবাসহ যুবক গ্রেফতার ॥ কমলাপুর রেলস্টেশন থেকে তিনশ’ পিস ইয়াবাসহ আরিফ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সোমবার সকাল সাড়ে দশটার দিকে ওই যুবক চট্টগ্রাম থেকে চট্টলা ট্রেনে কমলাপুরে নামে। গোপন সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম তার দেহ তল্লাশি করে তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
×