ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাঃ ইমরানের চাচাত ভাইকে হত্যা মামলায় গ্রেফতার পাঁচ

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জুন ২০১৬

ডাঃ ইমরানের চাচাত ভাইকে হত্যা মামলায় গ্রেফতার পাঁচ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকারের চাচাত ভাই আতাউরকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেম (৫৫) আনোয়ার হোসেন (৩০), মাইদুল ইসলাম (২৫), জাইদুল ইসলাম (২৩) ও আব্দুল মান্নান (৩৫) নামে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে। রৌমারী থানার এস আই মশিউর রহমান জানান, রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের পুত্র আতাউর চলতি বছর ২ এপ্রিল রাতে দুর্বৃত্তদের হাতে খুন হয়। পরে রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী ব্যাপারীপাড়ার জিঞ্জিরাম নদীর পাশে বাঁশ ঝাড়ে তার লাশ ঝুলিয়ে রাখে। দুর্বৃত্তরা আতাউরকে হত্যা করে গায়ে পোড়া মবিল মাখিয়ে দেয়, যেন কেউ তাকে চিনতে না পারে। রৌমারী থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা আব্দুস সালাম। তদন্ত চলাকালীন শনিবার ভোরে এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রৌমারী উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সন্দেহভাজন পিতা-পুত্রসহ ৫ জনকে গ্রেফতার করে। আসামিরা হলেন, মরহুম মকবুল হাজীর ছেলে আবুল কাশেম, আবুল কাশেমের পুত্র আনোয়ার হোসেন, মাইদুল ইসলাম, জাইদুল ইসলাম ও আব্দুল মান্নান। মাছের পোনা অবমুক্ত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মৎস্য অধিদফতরের বিল-নার্সারি প্রকল্পের আওতায় শনিবার সকালে বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান চার লাখ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল আবেদীন, জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জুন ॥ সুন্দরগঞ্জের নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলার নিজাম খাঁ গ্রামে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করেছেন এলাকাবাসী। শনিবার উপজেলার ওই গ্রাম সংলগ্ন তাম্বুলপুর ছড়ানদী ও তিস্তা এই শাখা পারাপারের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন থেকে তিস্তার এই শাখা ও ছড়ানদী দু’পাড়ের মানুষদের যোগাযোগ বিচ্ছিন্ন করে আসছে। বিশেষ করে বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
×