ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৭, ১৭ জুন ২০১৬

 হত্যার প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ সম্প্রতি সংঘটিত হত্যার প্রতিবাদে খুলনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাবনা, নড়াইল ও কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা ॥ দেশে ধর্মীয় সংখ্যালঘুসহ অন্যদের হত্যার প্রতিবাদে দাকোপ উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করেছে সংখ্যালঘু ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে চালনা পৌরসভার ডাকবাংলো সড়কে অনুুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ দিবাকর ম-ল, অধ্যাপক দুলাল রায়, সাংবাদিক জি এম রেজা, শিক্ষক সুজিত কুমার রায়, মিনা বিশ^াস, দীপক রায়, রতন ম-ল, সৌমেন সাহা, গোবিন্দ ম-ল প্রমুখ। সমাবেশে বক্তারা পাবনার শ্রী শ্রী অনুকুল চন্দ্র ঠাকুর মন্দিরের সেবায়েত নিত্যরঞ্জন পা-ে, নাটোরের ব্যবসায়ী সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খাতুনসহ সকল গুপ্তহত্যার প্রতিবাদ জানান। চবি ॥ সম্প্রতি দেশে সংঘটিত সকল গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সনাতন ধর্ম পরিষদ। বৃহস্পতিবার চবি শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া সকল গুপ্তহত্যার বিচার দাবি করেন। মানববন্ধনে উপস্থিত থেকে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘গুপ্তহত্যাকারীরা দেশ ও মানবতার শত্রু। দেশে যেসব গুপ্তহত্যা হচ্ছে তা সবই পরিকল্পিত। তিনি এসব হত্যাকা-ের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার উপস্থিত ছিলেন। চবি সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। পাবনা ॥ বৃহস্পতিবার মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা। রুখে দাঁড়াও বাংলাদেশের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন, এটিএন নিউজের পাবনা জেলা প্রতিনিধি রিজভী জয়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিটন । নড়াইল ॥ লোহাগড়া উপজেলার পূজা উদযাপন পর্ষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ জিউর মন্দিরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বালা কমল কৃষ্ণ, অজয় কান্তি মজুমদার প্রমুখ। কুড়িগ্রাম ॥ বৃহস্পতিবার দুপুুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে ধর্মীয় সংখ্যালঘুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি এস.এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পা-ে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
×