ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিন্দু মহাজোটের সমাবেশে

নিরাপত্তার অভাবে দেশ ছাড়ছে মানুষ

প্রকাশিত: ০৮:০৫, ১১ জুন ২০১৬

 নিরাপত্তার অভাবে  দেশ ছাড়ছে  মানুষ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, দেশে এখন আর কেউ নিরাপদ নয়। কারও নিরাপত্তা নেই। মূলত নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন চলে যাচ্ছে। বেশিরভাগ মানুষ আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। এই অবস্থা চলতে থাকলে একদিন গোটা দেশ হবে হিন্দু শূন্য। তাই সংখ্যালঘু সম্প্রদায়সহ সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। লেখক, ব্লগার, প্রকাশক, ধর্মযাজক, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, মুয়াজ্জিন, পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ সব হত্যাকা-ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ পূজা দযাপন পরিষদ। এ সময় বক্তারা বলেছেন, দেশে কেউ নিরাপদে নেই। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দেশে সম্প্রতি সব হত্যার প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, টার্গেট কিলিংয়ের কারণে দেশে কেউ নিরাপদে নেই। কয়েকদিনের ব্যবধানে পুরোহিত নিত্যরঞ্জন পা-ে, আনন্দ গোপাল গাঙ্গুলী, সুনীল গোমেজ ও মাহমুদা খানম মিতুকে হত্যা করা হলো। সারাদেশে হিন্দু বাড়িঘর, মঠ মন্দিরে হামলাসহ হিন্দুদের জমি অবাধে দখলেরও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে। তারা বলেন, আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। মানববন্ধন থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
×