ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ক্লিনিক মালিক ও দুই ডাক্তারের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৪:১৮, ১০ জুন ২০১৬

চট্টগ্রামে ক্লিনিক মালিক ও দুই ডাক্তারের বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্তান প্রসব করানোর সময় অবহেলায় এক বিচারকের স্ত্রীর মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম হারুনুর রশীদ এ আদেশ দেন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরোয়ানা তামিল করার নির্দেশ প্রদান করেন। জানা যায়, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেনÑ গাইনি বিশেষজ্ঞ ডাঃ কাজল রেখা রায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডাঃ দেবাশীষ তালুকদার এবং নগরীর কেবি ফজলুল কাদের চৌধুরী সড়কের পেশেন্ট কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার। গত ৩ জুন ভোরে পেশেন্ট কেয়ার হাসপাতালে মৃত্যু হয় সায়মা সিকদারের (২২)। তিনি নোয়াখালীর সহকারী দায়রা জজ মোরশেদুল আলমের স্ত্রী এবং চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। সন্তান জন্ম দেয়ার পাঁচ ঘণ্টা পর এ মৃত্যুর ঘটনার জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করা হয়। আদালতে মামলাটি দায়ের করেন সায়মার মা সালমা বেগম।
×