ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় জেলা তথ্য অফিসে জনকণ্ঠ নিষিদ্ধ!

প্রকাশিত: ০৪:২২, ৭ জুন ২০১৬

বগুড়ায় জেলা তথ্য অফিসে জনকণ্ঠ নিষিদ্ধ!

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জেলা তথ্য অফিস সরকারের উন্নয়ন কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর অর্জন প্রচারে ভূমিকা পালন করছে না। দায়সারা গোছের অনুষ্ঠান ও পরিকল্পিত ফটোসেশনের মধ্যেই চলছে তথ্য অফিসের কার্যক্রম। তথ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে তথ্য প্রদানে বিএনপি ও জামায়াত সমর্থক সংবাদপত্র ও সংবাদকর্মীকে জানানো হলেও প্রগতিশীল ধারার সংবাদকর্মী ও দৈনিক জনকণ্ঠকে কিছুই জানানো হয় না। এ বিষয়ে বর্তমান সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান বলেন, কাকে কি জানাবেন না জানাবেন সেটা তার বিষয়। প্রসঙ্গত এর আগেও বিসিএস ক্যাডারের তথ্য অফিসারগণ মিডিয়ার সঙ্গে কখনও এমন বৈরি আচরণ করেননি। গত বছর প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালে দৈনিক জনকণ্ঠসহ কয়েক মিডিয়া কর্মী বর্তমান তথ্য অফিসারের সহযোগিতা পায়নি। তথ্য অফিসে সরকারের উন্নয়ন কর্মকা-ের তথ্যের জন্য গেলে তথ্য অফিসার জনকণ্ঠকে কোন সহযোগিতা করেন না। এই প্রতিবেদন তৈরির আগে তথ্য অফিসারের কাছে জানতে চাওয়া হয় সরকার কি দৈনিক জনকণ্ঠকে তথ্য দিতে এবং কোন সরকারী অনুষ্ঠানে আমন্ত্রন জানাতে নিষেধ করেছেন! তিনি স্পষ্ট করে এর উত্তর দেননি। বলেছেন তার যাকে মনে হবে তাকে তথ্য দেবেন। সোমবার বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতির তুলনামূলক চিত্র, সম্প্রতি প্রধানমন্ত্রীর কিছু অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ নির্মানে ই-সেবা বিষয়ক প্রচারাভিযানে বিএনপি ও জামায়াত সমর্থকসহ হাতেগোনা ক’জন সংবাদকর্মীকে জানানো হলেও দৈনিক জনকণ্ঠ বা প্রগতিশীল ধারার পত্রিকাকে জানানো হয়নি। একেবারে শেষের দিকে বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধিকে অনুষ্ঠানে নেয়া হয় তবে ক্যামেরা পার্সন না থাকায় কোন ফুটেজও হয়নি। অথচ গুরুত্বপূর্ণ এই আয়োজনে সারাদেশের তথ্যমূলক সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। এই বিষয়ে সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি ঔদ্ধত্যের সঙ্গে বলেন, কে এলো না এলো তাতে তার কিছু যায় আসে না। উপস্থিতির তালিকায় একশ’ জনের স্বাক্ষর আছে। এই অনুষ্ঠানটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গণযোগাযোগ অধিদফতরের অধীনে বগুড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভা।
×