ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে দখল হচ্ছে হেলিপ্যাড

প্রকাশিত: ০৪:০৮, ৭ জুন ২০১৬

ভৈরবে দখল হচ্ছে হেলিপ্যাড

নিজস্ব সংবাদদাতা,ভৈরব, ৬ জুন ॥ কমলপুর সাতমুখী বিলের কাছে অবস্থিত দুর্যোগ ও জরুরী ত্রাণকাজে ব্যবহৃত হেলিপ্যাডটির ভূমি দখল হয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা দখল করে নির্মাণ করছে অবকাঠামো। খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক নির্মাণের সময় ভৈরবের কমলপুর সাতমুখী বিলের কাছে সড়ক ও জনপথ বিভাগ ১০.১০ একর ভূমি অধিগ্রহণ করে। পরবর্তীতে ভূমিটি হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে। বন্যায় অথবা জরুরী কাজে ত্রাণসামগ্রী সরবরাহের জন্য এ হেলিপ্যাড ব্যবহার করা হয়। কিন্তু প্রশাসনের নজরদারির অভাবে এক শ্রেণীর ভূমিদস্যু হেলিপ্যাডের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দখলবাজদের বাধা দেয়ার কথা থাকলেও নিজেরাই ভূমি দখল করে তৈরি করছে বিয়াম স্কুল। এতে ভূমিদস্যুরা উৎসাহ পাচ্ছে। দখলবাজরা আঙ্গুল দিয়ে উপজেলা প্রশাসনের ভূমি দখলের স্থান দেখিয়ে দেন। শরীয়তপুরে চার পুলিশ সাসপেন্ড আইনজীবীদের ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৬ জুন ॥ আইনজীবীদের ওপর ডিবি পুলিশের হামলার ঘটনার সঙ্গে জড়িত ডিবি পুলিশ সদস্য সোহেল ও রাসেল এবং জাজিরা থানার এএসআই শাহীন ও কনস্টেবল বিল্লাল হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) তানভীর হায়দার শাওন আইনজীবীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আইনজীবীদের বিরুদ্ধে জাজিরা থানার এএসআই শাহীনের দায়ের মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে আদালতে। অপরদিকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাদী হয়ে ডিবি পুলিশের বিরুদ্ধে আদালতে যে মামলা দায়ের করেছিলেন তা প্রত্যাহার করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি ঘোষিত সব কর্মসূচী সোমবার দুপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আতাউর রহমানের মধ্যস্থতায় তার চেম্বারে পুলিশ ও আইনজীবীদের মধ্যে সমঝোতা বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্কুলে ফ্যান বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৬ জুন ॥ সদর উপজেলার ভবানীগঞ্জ হাই স্কুলে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর ব্যক্তিগত উদ্যোগে ৪০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোখলেছুর রহমান বাবুলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদল প্রমুখ। আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ জুন ॥ ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে বেসিক আউটসোর্সিং এ্যান্ড ফ্রিল্যান্সার বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এসভি সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন- সাংবাদিক একে নাছিম খান, সাইফুল হক মোল্লা দুলু, প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর প্রমুখ।
×