ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবারের মিস ইউএসএ মুকুট জয়ী সেনা কর্মকর্তা ডেশাউনা

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জুন ২০১৬

এবারের মিস ইউএসএ মুকুট জয়ী সেনা কর্মকর্তা ডেশাউনা

যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট অব কলাম্বিয়ার বাসিন্দা হিসেবে ডেশাউনা বারবার ১৪ বছরের মধ্যে প্রথম মিস ইউএসএ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। ২৬ বছর বয়সী ডেশাউনা একজন সামরিক কর্মকর্তা এবং মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের আইটি বিশ্লেষক। লাসভেগাসের এমজিএম গ্র্যান্ড হোটেলের টি-মোবাইল এরেনায় রবিবার রাতে ২০১৬ সালের মিস ইউএসএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডেশাউনা আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। প্রশ্নোত্তর পর্বে যুদ্ধে নারীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে, ডেশাউনাই সবচেয়ে জোরালো জবাব দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত একজন নারী হিসেবে আমি মনে করি, আমরা পুরুষদের মতোই দৃঢ়। আমার ইউনিটের কমান্ডার হিসেবে, আমি ক্ষমতাবান ও নিবেদিতপ্রাণ। যুক্তরাষ্ট্রে লিঙ্গ পরিচয় আমাদের সীমাবদ্ধ করতে পারেনি। ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা ডেশাউনা প্রথম মিস ইউএসএ মুকুটজয়ী সেনা সদস্য। অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি আর্মি রিজার্ভ থেকে ছুটি নেয়ার পরিকল্পনা করেছেন এবং এ বিষয়ে তিনি ইতোমধ্যেই উর্ধতনদের সঙ্গে কথা বলেছেন। ডেশাউনা ২০১১ সালে ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন এবং তিনি ১৭ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন। তার পিতামাতা ও ভাইবোনরাও সেনাবাহিনীতে রয়েছেন। তার বাবাকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর ইরাকে মোতায়েন করা হয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ৫২ জন প্রতিযোগী সুইমস্যুট, ইভিনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগীদের মার্কিন নির্বাচনের প্রার্থী, ভোটাধিকার, আয় বৈষম্য ও সদ্য প্রয়াত বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীকে নিয়েও প্রশ্ন করা হয়। চূড়ান্ত পর্বে প্রথম রানারআপ হন মিস হাওয়াই চেলসিয়া হার্ডিন ও দ্বিতীয় রানারআপ হন মিস জর্জিয়া ইমানি ডেভিস। এনবিসিইউনিভার্সাল নেটওয়ার্কের সঙ্গে যৌথভাবে মিস ইউএসএ প্যাজেন্টের মালিক ছিলেন নিউইয়র্কের ধনকুবের ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বছরের জুনে হিস্প্যানিকদের নিয়ে অভিবাসন বিরোধী ভাষণ দেয়ায় নেটওয়ার্কটি ও স্প্যানিশ ভাষী সম্প্রচার মাধ্যম ইউনিভার্স দ্রুত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং অনুষ্ঠান প্রচার করতে অস্বীকৃতি জানায়। এরপর ট্রাম্প তার অংশ একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেন। -এএফপি ও এবিসি নিউজ
×