ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জামায়াতের রোকনসহ আটক তিন

প্রকাশিত: ০৪:৩৪, ২ জুন ২০১৬

চট্টগ্রামে জামায়াতের রোকনসহ আটক তিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর রোকনসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন বৈঠককালে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুলপরিমাণ জিহাদী পুস্তক। নগর গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালায় হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার হাসমত আলী সড়কের দ্বীপ ম্যানশন ভবনের দ্বিতীয় তলায়। ওই বাসা থেকে আটক করা হয় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর রোকন আবদুস সবুর (৫১) এবং তার পুত্র ছাত্র শিবিরের সাথী তাসনিম আহমেদ তাহসিন (১৮) ও চট্টগ্রাম নগর জামায়াতের অফিস সহকারী শহিদুল আলমকে। এরমধ্যে জামায়াতের রোকন আবদুস সবুর ও তাহসিনের বাড়ি রাঙ্গামাটি জেলার তবলছড়ি গ্রামে। আর শহিদুল আলমের বাড়ি বাঁশখালী উপজেলার চাঁনপুর গ্রামে। টাঙ্গাইলে অবৈধ বালুঘাটে অভিযান ॥ ১৩ জনের জেল নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ জুন ॥ বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ভূঞাপুর অংশের সাতটি বালুঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়ছার খসরুর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪জন গ্রেফতার হয়েছে। বুধবার দিনব্যাপী অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কাছ থেকে ভ্রাম্যমান আদালত ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- দিয়েছে। নারায়ণগঞ্জে তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ থেকে জানান, শহরের সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় তিন শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানারও অপসারণ করা হয়। বিপণন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের অর্গানিক বেতাগায় কৃষিপণ্য সংগ্রহ ও বিপণন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান। দুপুরে অর্গানিক বেতাগায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে বেতাগা ইউপি কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক। স্বাস্থ্যমেলা নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১ জুন ॥ ‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ এ সেøাগানকে সামনে রেখে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে প্রথমবারের মতো শুরু হয়েছে দু’দিনব্যাপী স্বাস্থ্য মেলা। বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। এরপর মেলা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। মেলায় ১২টি স্টলে স্বাস্থ্য সেবা, ওষুধ সরবরাহ করা হয়।
×