ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করণে ভোলায় সংলাপ

প্রকাশিত: ২০:১৬, ৩১ মে ২০১৬

শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করণে  ভোলায় সংলাপ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করণে আজ মঙ্গলবার দুপুরে ভোলায় জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গণস্বাক্ষরতা ও গ্রামীন জন উন্নয়ন সংস্থার আয়োজনে ভোলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ভোলা পিটিআইয়ের সুপারেনডিন্ট শিরীন শবনম। গ্রামীন জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক সহ অন্যান্যরা। সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধি শিক্ষাথী,অভিবাবকসহ শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধি শিশুদের সমাজের বোঝা হিসাবে মনে না করে তাদেও সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিটি বিদ্যালয়ে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা নিশ্চিত করতে হবে। তার জন্য শিক্ষকদের বিশেষ ভাবে প্রশিক্ষন দিতে হবে এবং প্রতিবন্ধিদের উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
×