ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক আমাগাছ চত্বরে উম্মুক্ত সেমিনার: সংরক্ষণের যথাযথ ব্যবস্থার কথা বললেন ঢাবি উপাচার্য

প্রকাশিত: ০১:৫৭, ২৭ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক আমাগাছ চত্বরে উম্মুক্ত সেমিনার: সংরক্ষণের যথাযথ ব্যবস্থার কথা বললেন ঢাবি উপাচার্য

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমাড়ী নয়াপাড়া গ্রামে ঐতিহাসিক ৩শ’ বছরের পুরোনো দুই বিঘা জমি জুড়ে বেড়ে উঠা আম গাছটিকে রক্ষা ও তার পরিচিত লাভের উদ্দেশ্যে এক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় আম গাছ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হরিনমাড়ী নয়াপাড়া গ্রামের দুই বিঘা জমি জুড়ে বেড়ে উঠা এই সূর্যপুরী আম গাছটি এশিয়া মহাদেশের সেরাতো বটেই পৃথিবীর সেরাও হতে পারে। এটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। গাছটি যেন আন্তর্জাতিক তথ্য তালিকায় স্বর্ণে বেশিত হয় তার প্রচেষ্টা চালানোর প্রতিশ্র“তি দেন প্রধান অতিথি। তিনি আরো বলেন, জাতীয় ভাবে গাছটি সংরক্ষনের জন্য সরকারের উপর মহলকে অবগত করবো। আশা করি এটা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. প্রশাসন সহিদ আক্তার হোসেন, উপ উপাচার্য শিক্ষা ড. নাসরিন আহমেদ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা পরিচালক স্বপন কুমার রায়, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ সামিমুল আলম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাণী বিদ্যা প্রফেসর ড. মিনরুজ্জামান খন্দকার প্রমুখ।
×