ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইবার হামলা

ইকুয়েডরের ব্যাংকের হাতিয়ে নেয়া ৯ মিলিয়ন ডলার হংকংয়ে

প্রকাশিত: ০৫:০১, ২৭ মে ২০১৬

ইকুয়েডরের ব্যাংকের হাতিয়ে নেয়া ৯ মিলিয়ন ডলার হংকংয়ে

সাইবার হামলার মাধ্যমে ইকুয়েডরের একটি ব্যাংক থেকে গত বছর হাতিয়ে নেয়া ১২ মিলিয়ন ডলারের ৯ মিলিয়ন হংকংয়ে নিবন্ধিত ২৩টি কোম্পানির মাধ্যমে লোপাট হয়েছিল বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনা নিয়ে আদালতে উত্থাপিত নথি ও আদালতের আদেশের অনুলিপি পর্যালোচনা করে এই প্রতিবেদ তৈরি করেছে বার্তা সংস্থাটি। খবর ওয়েবসইটের। সাইবার চুরির মাধ্যমে হংকংয়ে নিয়ে যাওয়ার পর টাকাগুলো কোথায় গিয়েছিল তার ওপর আলোকপাত করা হয়েছে আদালতের নথিতে। ইকুয়েডরের বাঙ্কো দেল অসত্রো (বিডিএ) কর্তৃপক্ষ ২০১৫ সালের প্রথম দিকে হংকংয়ের আদালতে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, এই কোম্পানিগুলো ‘অনৈতিকভাবে গড়ে তোলা হয়েছিল।’ আদালতের কাছে ওই অর্থ উদ্ধারের দাবি জানায় তারা। হংকংয়ে যাওয়া অর্থের বাইরে খোয়া যাওয়া ৩ মিলিয়ন ডলার যেসব জায়গায় গিয়েছিল তার মধ্যে দুবাই রয়েছে বলে যুক্তরাষ্ট্রে আদালতে জমা দেয়া আরেকটি নথিতে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাইবার চুরির এ ঘটনায়ও সুইফট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল।
×