ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর মিরপুরে দম্পত্য কলহের স্বামী-স্ত্রী দগ্ধ

প্রকাশিত: ২৩:৩৩, ৮ মে ২০১৬

রাজধানীর মিরপুরে দম্পত্য কলহের স্বামী-স্ত্রী দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর গায়ে আগুন দেয়ার পর নিজের গায়েও আগুন লাগিয়ে আত্মত্যার চেষ্টা করেছেন শেখ রোকনুজ্জামান (৪৭) নামে এক গৃহকর্তা। রবিবার সকালে সাড়ে ৭টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দিয়াবাড়ি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে অগ্নিদগ্ধ শেখ রোকনুজ্জামান ও স্ত্রী আকলিমা (২৪) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত রোকনুজ্জামানের বাবার নাম হারেস উদ্দিন। গ্রামের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার। আর তার স্ত্রী আকলিমার বাবার নাম খলিলুর রহমান। গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, রোকনুজ্জামানের শরীর ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। আর তার স্ত্রী আকলিমার শরীরের ৪ শতাংশ পুড়েছে। দগ্ধ আকলিমা খাতুন জানান, সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে। তারা মিরপুর ১ নম্বর সেকশনের দিয়াবাড়ি সিটি কলোনির ভেতরে ভাড়া থাকেন। তিনি জানান, ৪-৫ মাস ধরে তার স্বামী কোন কাজকর্ম করেন না। আকলিমা একটা গার্মেন্টসে চাকরি করেন। তার আয়ে সংসার চলে। কাজকর্ম নিয়ে তার স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে রবিবার সকালে আকলিমা যখন বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর দিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় স্বামী বোতলে থাকা পেট্রোল আকলিমার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর নিজের গায়ে আগুন দেন রোকনুজ্জামান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। রোকনুজ্জামানের অভিযোগ, তার স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে। তিনি তাকে ভালো হতে বললেও আকলিমা ভালো হয়নি। এ কারণে আত্মহত্যার জন্য নিজের গায়ে আগুন দিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি। তিনি আকলিমার গায়ে আগুন দেননি। তার আরও একটা স্ত্রী আছে। তিনি নারায়ণগঞ্জে থাকেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তারপরও ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
×