ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ নৈপুণ্যে হায়দরাবাদ ৫ উইকেটে জয়ী

প্রকাশিত: ০৮:৫১, ৭ মে ২০১৬

মুস্তাফিজ নৈপুণ্যে হায়দরাবাদ ৫ উইকেটে জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ আবার মুস্তাফিজুর রহমানের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে (৪ ওভার, ১৭ রান, ২ উইকেট) সামনে বেশিদূর যেতে পারেনি গুজরাট লায়ন্স। ফলে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৫ উইকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শুক্রবার অবশ্য হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রান করাই কঠিন ছিল। ৬ উইকেটে মাত্র ১২৬ রান তুলে গুজরাট। জবাবে শিখর ধাওয়ানের দারুণ ইনিংসের সুবাদে ১৯ ওভারে ৫ উইকেটে ১২৯ রান তুলে জয় পায় মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। অষ্টম ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখন হায়দরাবাদ চারে আর ১০ ম্যাচে চতুর্থ হারের পরও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে গুজরাট। দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই দারুণ এক কাটারে ফিরিয়ে দেন দিনেশ কার্তিককে (০)। এর আগেই অবশ্য ভূবনেশ্বর কুমার ও আশীষ নেহরা দারুণ বোলিং করে চেপে ধরেছিলেন গুজরাটকে। ব্রেন্ডন ম্যাককুলাম দীর্ঘক্ষণ উইকেটে থেকে ১৯ বলে করেন মাত্র ৭ রান। ১০ বলে ২০ রান করে অধিনায়ক সুরেশ রায়নাও সাজঘরে ফেরেন। তবে গুজরাটকে সম্মানজনক সংগ্রহ পাইয়ে দেন এ্যারন ফিঞ্চ ৪২ বলে ৩ চার ও ১ ছক্কায় হার না মানা ৫১ রান করে। এর আগেই মুস্তাফিজ তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজাকে (১৮)। ৬ উইকেটে মাত্র ১২৬ রান করে গুজরাট। সবচেয়ে মিতব্যয়ী বোলিং করে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। জবাব দিতে নেমে দারুণ শুরু করা ডেভিড ওয়ার্নারকে (১৭ বলে ২৪) দ্রুতই হারিয়ে ফেলা হায়দরাবাদ রান তুলতে হিমশিম খেয়েছে। দলীয় ৮১ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে চাপেও পড়ে। কিন্তু ধাওয়ান ৪০ বলে ৪৭ রানের (৬ চার) দুর্দান্ত এক হার না মানা ইনিংস খেলে এক ওভার বাকি থাকতেই হায়দরাবাদকে জয় এনে দেন। ১৯ ওভারে ১২৯ রান তুলতে ৫ উইকেট হারায় তারা।
×