ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়লা আবর্জনায় ভরা নীলফামারী চরম ঝুঁকিতে পৌরবাসী

প্রকাশিত: ০৩:৪৬, ৭ মে ২০১৬

ময়লা আবর্জনায় ভরা নীলফামারী চরম ঝুঁকিতে পৌরবাসী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী পৌরসভা এলাকার পরিধি দিন দিন বেড়েই চলছে। শহরের পরিধি বৃদ্ধির সাথে সাথে পরিবার ও জনসংখ্যা ও বর্জ্যরে পরিমাণ তুলনামূলক হারে বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, নীলফামারী শহরে প্রতিদিন ২৫ টন আবর্জনা অপসারণ করা হয়। এসব বর্জ্য সংগ্রহের জন্য শহরের বিভিন্ন জায়গায় অস্থায়ী ভিত্তিতে ২৬০টি ড্রাম এবং ৪৬টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে, যা চাহিদার তুলনায় অনেক কম। এছাড়াও পৌরসভার জনবল সঙ্কটে নিয়মিত আবর্জনা অপসারণ সময়মতো করা হয় না। নেই তদারকি এবং বর্জ্য অপসারণে নেই পর্যাপ্ত যানবাহন। এছাড়া শহরবাসীর অসচেতনতার নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা হয় না। এতে প্রতিনিয়ত বর্জ্য পরিষ্কারে বিভিন্ন এলাকার ডাস্টবিনে ও রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আর্বজনার স্তূপে পরিণত হচ্ছে। এতে কাক, কুকুর-বিড়াল এসব ময়লা-আর্বজনা বিভিন্ন জায়গার ছড়িয়ে ছিটিয়ে শহরকে দুর্গন্ধ পরিবেশ সৃষ্টি করছে। পাশাপাশি বর্ষা মৌসুমে ময়লা আবর্জনা ড্রেনে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে থাকে। আবর্জনার এ সকল স্তূপ থেকে কলেরা, টাইফয়েড, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গন্ধ ও দূষিত বাতাস শহরের চারিদিকের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। বর্ষা মৌসুমে আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে নির্দিষ্ট কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে। এছাড়া ড্রেনগুলো হয়ে উঠছে মশা উৎপাদনের কারখানায়। বর্জ্য অপসারণের অব্যস্থাপনার কারণে নীলফামারী পৌরবাসী আজ স্বাস্থ্যের চরম ঝুঁকির সম্মুখীন। বিশেষ করে শহরের ব্যস্ততম বড়বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, ক্লিনিক, খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে জমে উঠেছে ময়লার স্তূপ। নীলফামারী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণে পৌর কর্তৃপক্ষের প্রতি শহরের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন নির্মাণ, বিশেষ করে নীলফামারী বাজারে স্থায়ী ডাস্টবিন নির্মাণ ও ডাস্টবিন হতে নিয়মিত বর্জ্য বা ময়লা আবর্জনা অপসারণ এবং হাসপাতাল, শিল্পকারখানা ও বসভিটার বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার দাবি করা হয়েছে। রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও নীলফামারী জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালুকদার লিমন নীলফামারী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার ওপর গত বুধবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো তুলে ধরেন। স্থানীয় ইউএসএস সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে উদয়ঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলীর সভাপতিত্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নগর উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারী পৌরসভাকে ঢেলে সাজানোর কাজ হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আর কোন সমস্যা থাকবে না।
×