ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়া গমনেচ্ছু ৭৪ ব্যক্তির অর্থ ১০ শতাংশ সুদসহ ফেরত দেয়ার নির্দেশ সুপ্রীমকোর্টের

প্রকাশিত: ০৭:৫১, ৩ মে ২০১৬

লিবিয়া গমনেচ্ছু ৭৪ ব্যক্তির অর্থ ১০ শতাংশ সুদসহ ফেরত দেয়ার নির্দেশ সুপ্রীমকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ কর্মসংস্থানের জন্য লিবিয়া যেতে চাওয়া ৭৪ ব্যক্তির জমা দেয়া অর্থ ১০ শতাংশ সুদসহ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে অপর আদেশে এজেন্সিগুলো টাকা ফেরত না দিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে তাদের অর্থ উদ্ধার করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ এই আদেশ দেয় । আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী মোঃ রিয়াজ উদ্দিন খান। এর আগে ভিসা পাওয়া এসব ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনাপত্তিপত্র (এনওসি) দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপীল) নিষ্পত্তি করে এ আদেশ দেয় আদালত।
×