ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাউজী খেলা বন্ধের দাবীতে শনিবার সকাল-সন্ধা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা

প্রকাশিত: ০১:৪৭, ২৯ এপ্রিল ২০১৬

হাউজী খেলা বন্ধের দাবীতে শনিবার সকাল-সন্ধা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর মৌলভী আচমত আলী খান স্টেডিয়ামে বাণিজ্য মেলার নামে র‌্যাফেল-ড্র ও হাউজী খেলা বন্ধের দাবিতে শনিবার সকাল-সন্ধ্যা মাদারীপুর বণিক সমিতির আহ্বানে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদের ঘোষণা দিয়েছেন ব্যবসায়িরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে বাণিজ্য মেলায় স্বপ্নতরী র‌্যাফেল ড্র’র নামে জুয়া ও হাউজী খেলা বন্ধের দাবিতে শহরের সকল দোকান ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান বেশ কয়েকদিন ধরে নানা ধরণের প্রতিবাদ করে আসছে। ইতোমধ্যে তারা সংবাদ সম্মেলন, দুই ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি পেশ, র‌্যাফেল ড্র এর কুপন বিক্রেতাকে আটকসহ নানা কর্মসূচি পালন করলেও মেলায় র‌্যাফেল ড্র ও হাউজী খেলা বন্ধ হয়নি। তাই ব্যবসায়িরা শনিবার মাদারীপুর শহরের পুরান বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সারাদিন বন্ধ রেখে প্রতিবাদ জানাবেন। বিক্ষোভ চলাকালে মাদারীপুর বণিক সমিতি সহ-সভাপতি ফরিদুল ইসলাম শাহিন খান, সিরাজ বেপারী, সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর চেম্বার অব কর্মাস এর পরিচালক মনিরুল ইসলাম তুষার ভূইয়া, সিরাজ বেপারী, সাধারণ সম্পাদক মিলন ভুইয়াসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাণিজ্য মেলায় স্বপ্নতরী র‌্যাফেল ড্র’র নামে অবৈধভাবে ২০ টাকার টিকিটে মটরসাইকেল, ফ্রিজ, মোবাইলসহ বিভিন্ন সামগ্রী পুরস্কারের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। প্রতিদিন ভোর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহর ও শহরতলীর আনাচে কানাচে মাইকে প্রচার করে টিকিট বিক্রি করা হচ্ছে। আর রাতে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত লটারি ড্র স্থানীয় কেবলস লাইনের মাধ্যমে তা টিভিতে সরাসরি প্রচার করা হচ্ছে। এতে সাধারণ মানুষ লোভে পড়ে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে, তেমনি গভীর রাত পর্যন্ত চলা শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের লেখাপড়াতেও ক্ষতি হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলায় র‌্যাফেল ড্র’র নামে নীরব জুয়া বন্ধের দাবিতে ফুসে উঠছে শহরবাসী। এদিকে, র‌্যাফেল ড্র’র নামে জুয়া’র বন্ধের দাবিতে সামাজিক গণযোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
×