ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

রোহিত-পোলার্ড ঝড়ে কলকাতাকে হারাল মুম্বাই

প্রকাশিত: ০৮:৫৫, ২৯ এপ্রিল ২০১৬

 রোহিত-পোলার্ড  ঝড়ে কলকাতাকে  হারাল মুম্বাই

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক রোহিত শর্মা ও ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ডের অসাধারণ ব্যাটিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্দান্ত জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৬ উইকেটে পরাজিত করে মুম্বাই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে অতিথি কলকাতা। ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক মুম্বাই ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (১৭৮ রান) পৌঁছে যায়। এই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট ভা-ারে তাদের। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দুইয়ে কলকাতা। ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে গুজরাট লায়ন্স। টস জিতে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলকাতাকে। দুই ওপেনার রবিন উত্থাপা ও গৌতম গাম্ভীর বরাবরের মতো দুর্দান্ত সূচনা এনে দেন কেকেআরকে। উদ্বোধনী জুটিতে ৬৯ রান করেন এ দু’জন। এরপর মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ওভারে ৫ উইকেটে কলকাতা জড়ো করে ১৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি। দলের হয়ে অধিনায়ক গাম্ভীর ৫৯, উত্থাপা ৩৬, সূর্যকুমার যাদব ২১, আন্দ্রে রাসেল ২২ ও ইউসুফ পাঠান ঝড়োগতির হার না মানা ১৯ রান করেন। বাংলাদেশী তারকা সাকিব আল হাসান এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন। ওয়ানডাউনে নেমে মাত্র ৬ রানে আউট হন সাকিব। মুম্বাইয়ের টিম সাউদি ৩৮ রানে ২ উইকেট লাভ করেন। ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের শুরুটা ভাল হয়নি। দলীয় ৮ রানে ওপেনার পার্থিব প্যাটেলকে হারিয়ে বসে তারা। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা ও আম্বাতি রাইডু মুম্বাইকে ম্যাচে ফেরান। এরপর ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে বসলে আবার বিপদে পড়ে মুম্বাই। তবে পঞ্চম উইকেটে পোলার্ডকে সঙ্গে নিয়ে অসাধ্য সাধন করেন রোহিত। দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মুম্বাই। রোহিত ৪৯ বলে ৬৮ ও পোলার্ড মাত্র ১৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া রাইডু করেন ৩২ রান। কলকাতার সুনিল নারিনে ২২ রানে ২ উইকেট লাভ করেন। সাকিব ৩০ রান খচরায় পান ১ উইকেট। ম্যাচসেরা হন রোহিত।
×