ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাইনোসরের বিলুপ্তি

প্রকাশিত: ০৪:২০, ২০ এপ্রিল ২০১৬

ডাইনোসরের বিলুপ্তি

ব্রিটিশ ইউনিভার্সিটি অব রিডিংয়ের বিজ্ঞানীরা জানান, উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হওয়ার অন্তত পাঁচ কোটি বছর আগেই তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারাই এর কারণ। দু’শ’ ৩০ কোটি আগে উষ্ণ পৃথিবীতে তাদের জন্ম। - বিবিসি বার্বি হলেন মা ও মেয়ে ছোটবেলায় বার্বি নিয়ে খেলার শখ সব মেয়েরই থাকে। আলমারিতে রং-বেরঙের জামা পরা, চুলের স্টাইল করা বার্বিও থাকে বেশ কয়েকটা। কিন্তু কেউ যদি নিজেকে বার্বি বানাতে চায়? যুক্তরাজ্যের চার সন্তানের জননী জর্জিনা ক্লার্ক (৩৯) ও তার মেয়ে কায়লা মরিস (২১) দু’জনে মিলে ৬০ হাজার পাউন্ড (৮৫ হাজার আট শ’ ৯৯ মার্কিন ডলার) খরচ করে অস্ত্রোপচার করিয়েছেন বার্বির মতো ঠোঁট ও মুখম-লের জন্য। - জি নিউজ
×