ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ এপ্রিল ২০১৬

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র  পরীক্ষা ব্যর্থ

উত্তর কোরিয়া শুক্রবার সকালে তাদের পূর্ব উপকূলে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর এএফপির। অপরীক্ষিত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ‘মাসুদানের’ পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের জন্মদিনে শুক্রবার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি। সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাসুদান ছিল। এটি বিএম-২৫ নামেও পরিচিত। খবরে আরও বলা হয়, উত্তর কোরিয়া এই প্রথমবারের মতো মাসুদানের পরীক্ষা চালিয়েছে এবং দেশটির কাছে কমপক্ষে আরও ৫০টি এ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাসুদান গ্রামে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাড তৈরি করায় ওই গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তিন হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এটি প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
×