ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নোটিশ

প্রকাশিত: ০৬:১৮, ১০ এপ্রিল ২০১৬

নোটিশ

আইটি কোর্সে ভর্তি বর্তমান সময়ের চাহিদাসম্পন্ন বিষয় আইটি। অনেকেই কর্মব্যস্ততা অথবা আর্থিক অসচ্ছলতার জন্য এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন না। তাদের কথা নতুন সুযোগ সৃষ্টি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)। ঋৎরফধু ঝঢ়বপরধষ ওঈঞ চৎড়মৎধস প্রকল্পের অধীনে এ কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে। উক্ত প্রকল্পের আওতায় নিম্নলিখিত কোর্সসমূহে ৭৫% পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। শুধুমাত্র শুক্রবারে ক্লাস হবে। কোর্সগুলো হলো : সার্টিফিকেট কোর্স অন আউটসোর্সিং, থ্রিডি এ্যনিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট (পিএইচপি, মাইএসকিউএল), বেসিক কম্পিউটার এপ্লিকেশন, মোশনগ্রাফিক্স ও ভিডিও এডিটিং, টিভিসি-টিভি কমার্শিয়াল। এ প্রকল্পের ১ম থেকে ২১তম পর্যায় পর্যন্ত মোট ৩৪০০ শিক্ষার্থীকে বিভিন্ন কোর্সে সাফল্যের সঙে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের ২২তম পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ৮টি ট্রেডে মোট ১২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। ন্যূনতম এসএসসি পাস আথবা পরিক্ষার্থী যে কোন বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। উক্ত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবীদের অগ্রাধিকার দেয়া হবে। চাইলে আপনিও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন: http://scholarship.dipti.com.bd/ যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)। ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫। ফোন : ৯১৩৪৬৯৫, ০১৭১৩-৪৯৩২৬৭। এমবিএ প্রোগ্রামে ভর্তি বর্তমান বিশে^ এমবিএ (মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন) প্রোগ্রাম ব্যবসা এবং ব্যবস্থাপনায় সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোর্স। অনেক চাকরিতেই এখন এমবিএ ডিগ্রী অপরিহার্য। পদোন্নতির ক্ষেত্রেও এ ডিগ্রী হয়ে উঠেছে অন্যতম বিবেচ্য। তাই এমবিএর চাহিদা দিন দিন বেড়েই চলছে। চাকরি প্রার্থী, চাকরিজীবী বা অনিয়মিত শিক্ষার্থীরাও তাদের সুবিধাজনক সময়ে অর্জন করতে পারেন এ ডিগ্রী। বেসরকারী বিশ^বিদ্যালয় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে স্প্রিং ২০১৬ সেমিস্টারে রেগুলার (নিয়মিত) এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এটি সান্ধ্যকালীন প্রোগ্রাম। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রোগ্রামের ক্লাস হয়। এক থেকে দু’বছর মেয়াদী এ প্রোগ্রামে নিয়মিতদের ২০টি কোর্স করতে হয়। এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে কোর্সের সংখ্যা ১৬টি। তবে যারা বিবিএ বা ব্যবসা প্রশাসন বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেছেন তারা ভর্তির পর আবেদনের ভিত্তিতে কোর্স ওয়েভারের সুযোগ পেতে পারেন। প্রত্যেক কোর্সের ক্রেডিট সংখ্যা তিন। আহছানউল্লাহ বিশ^বিদ্যালয়ে রেগুলার এমবিএ প্রোগ্রামে আসন সংখ্যা ১০০। ভর্তির যোগ্যতা যে কোন বিভাগ থেকে ন্যূনতম তিন বছরের ব্যাচেলর ডিগ্রী। এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে আসন সংখ্যা ৫০। ভর্তির যোগ্যতা যে কোন বিভাগ থেকে ন্যূনতম তিন বছরের ব্যাচেলর ডিগ্রী ও এক্সিকিউটিভ হিসেবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ: স্কুল অব বিজনেস, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, ১৪১-১৪২ লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। মোবাইল নম্বর : ০১৭৩০৪৬৬০২২। ফোন : ৮৮৭০৪১৬, ৮৮৭০৪২২ (এমবিএ এক্সটেনশন- ৩০১/৩০৩/৩২৩)। ওয়েবসাইট : িি.িধঁংঃ.বফঁ ক্যাম্পাস প্রতিবেদক
×