ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুকলোভী শিক্ষক স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

প্রকাশিত: ০৪:০০, ৯ এপ্রিল ২০১৬

যৌতুকলোভী শিক্ষক স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদার পল্লীতে যৌতুকলোভী পাষ- শিক্ষক স্বামীর নির্মম নির্যাতনের শিকার এক গৃহবধূ সদর হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে গুরুতর জখম গৃহবধূকে হাসপাতাল থেকে অপহরণসহ নানা ধরনের হুমকি অব্যাহত রেখেছে। এ অবস্থায় গৃহবধূসহ তার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। নির্যাতিত গৃহবধূর নাম রীনা রানী বর্মণ। বাবার নাম মনোহরী বর্মণ। বাড়ি আটোয়ারী উপজেলার মেহেরপুর গ্রামে। অভিযোগে জানা যায়, গত এক বছর আগে বোদা উপজেলার বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) সতীশ চন্দ্র রায়ের সঙ্গে রীনা রানীর বিয়ে হয়। বিয়ের সময় সতীশ চন্দ্র রায়ের চাহিদা অনুযায়ী রীনার পরিবার যৌতুকসহ বিভিন্ন উপহারসামগ্রী দেয়। কিন্তু এর পরও সতীশের মন ভরে না। রীনার পরিবারের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক চায়। স্বামীর দাবি অনুযায়ী যৌতুকের টাকা রীনার গরিব বাবার পক্ষে দেয়া সম্ভব না হওয়ায় প্রতিনিয়তই রীনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল সতীশ রীনাকে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা আনতে বলে। এতে রাজি না হলে সতীশ ও তার পরিবারের লোকজন রীনাকে বেধড়ক মারপিট করে। নির্যাতন সহ্য করতে না পেরে রীনা পালিয়ে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি হয়। এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিউর রহমান জানান, রীনার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। দিনাজপুরে দুই শিশু স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দুই শিশুকে যৌন নির্যাতনকালে এলাকাবাসীর হাতে আটক হয়েছে এক মুদি ব্যবসায়ী। নির্যাতিতার মা বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাত ৮টায় শহরের বালুবাড়ী পশু হাসপাতাল মোড়ে নয়ন স্টোরে লজেন্স কিনতে যায় ঢাকাইপট্টির আট বছরের দুই শিশু কন্যা। মুদি দোকানদার নজির হোসেন তাদের আরও বেশি লজেন্স দেয়ার লোভ দেখিয়ে দোকানের পেছনের ঘরে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতনকালে নারী খদ্দের সুলতানা বেগম দোকানে এসে শিশুদের চিৎকার শুনতে পান। তিনি হৈ চৈ শুরু করলে এলাকার লোকজন দোকানে এসে নজির হোসেনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে কোতয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে। শুক্রবার সকালে আদালত নজির হোসেনকে জেলা কারাগারে পাঠায়। পটিয়ায় হেলে পড়েছে বহুতল ভবন নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৮ এপ্রিল ॥ পটিয়া পৌর সদরের সুচক্রন্ডী গ্রামে কাত হয়ে পড়েছে বহুতল একটি ভবন। উত্তম ও সাধন দে’র এই ভবনটি বর্তমানে পার্শ্ববর্তী শ্রীনিবাস ভট্টাচার্য্যরে ভবনের সঙ্গে আটকে রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে এখনো ভাড়াটিয়ারা বসবাস করছে। ফলে যে কোন মুহূর্তে ভবনটি ধসে পড়ে বহু লোকের প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বহুতল ভবন কাত হয়ে অপর একটি ভবনের সঙ্গে আটকে থাকার বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবারও বিভিন্ন এলাকার লোকজন দেখতে ছুটে যান। এদিকে, ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে আইনগত ব্যবস্থা নিতে শ্রীনিবাস ভট্টাচার্য্য পৌর মেয়র বরাবরে গত সোমবার একটি লিখিত আবেদনও করেন। কিন্তু এখনও পৌরসভার পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বাংলা বর্ষবরণে যশোরে ব্যাপক প্রস্তুতি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঙালীর সার্বজনীন প্রাণের উৎসব ‘বাংলা বর্ষবরণ’। চিরায়ত নিয়মে নতুনকে জায়গা দিতে আর কয়েক দিন পরেই কালের গর্ভে হারিয়ে যাবে বাংলা বর্ষ-১৪২২। শুরু হবে নতুন বছর ১৪২৩ বঙ্গাব্দ। তাই শাশ্বতকালের ধারায় প্রকৃতির অমোঘ নিয়মে পুরাতনকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে আবহমান কাল ধরে উৎসব আমেজে মাতে বাংলার জনপথ। তারই ধারাবাহিকতায় ১৪২২ সনকে বিদায় আর ১৪২৩ সনকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে আবেগপ্রবণ ও উৎসবপ্রিয় আপামর বাঙালী। সেই সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে বছরের প্রথম দিন পহেলা বৈশাখে বর্ণিল সাজে ঢাকঢোলের বাদ্যে উৎসবে মাততে প্রস্তুত হচ্ছে যশোরবাসী। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণের ৩০ বছর পূর্তিতে উৎসবকে প্রাণের উচ্ছ্বাসে মাতাতে জেলা প্রশাসনসহ যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিবছর নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। বাংলা নববর্ষের প্রথম প্রহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ যশোরের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বসবে মানুষের মিলনমেলা। এ মিলনমেলায় চারুপীঠ ও চারুতীর্থ যশোর মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ত্রিপুরা কল্যাণ সংসদের সুবর্ণজয়ন্তী উৎসব পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ত্রিপুরা কল্যাণ সংসদের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। সকালে জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সহসভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুধীন কুমার চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা ও সুবর্ণ জয়ন্তী উৎসবের সদস্য সচিব বিবিসুৎ ত্রিপুরা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগামী তিন বছরের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলার গৌরনদী উপজেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট কমিটি শুক্রবার সকালে অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। জানা গেছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আল আমিনকে সভাপতি, জাদু শিল্পী এম. আর মহসিনকে সাধারণ সম্পাদক ও অরুপ দাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গৌরনদী উপজেলা কমিটি গঠন করা হয়। জোটের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোঃ হাবিবুর রহমান এ কমিটি অনুমোদনের জন্য জোর সুপারিশ করেন। সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক ও সাধারণ সম্পাদক ফালগুনি হামিদ তিন বছরের জন্য গৌরনদী উপজেলা কমিটির অনুমোদন করেন। মাগুরায় ঝুঁকিপূর্ণ ভবনে মাছের বাজার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৮ এপ্রিল ॥ পৌর এলাকার পুরাতন বাজারের মাছ ও মাংস পট্টি ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থিত হওয়ায় ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ কিছুদিন আগে ভবনের পিছন দিকে ছাদের কিছু অংশ ভেঙ্গে ফেলে। বাজারটি ইজারা দিয়ে রাজস্ব আয় করলেও উন্নয়নের দিকে দৃষ্টি নেই। জানা গেছে, মাগুরা শহরের প্রধান মাছ ও মাংস বাজারটি পুরাতন বাজার নামে পরিচিত। বাজারের পাকা একতলা ভবনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে স্থানীয়রা এখানে আসে মাছ ও মাংস কেনাবেচা করতে। ব্যবসায়ীরা জানান, বাধ্য হয়ে তাদের এই ভবনের মধ্যে ব্যবসা করতে হচ্ছে। তারা পৌর কর্তৃপক্ষের কাছে ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। অবশেষে তিস্তায় পাথর উত্তোলন বন্ধ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবশেষে তিস্তায় অবৈধ বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন বন্ধ হলো। প্রশাসন ও পুলিশের অভিযানে সব প্রকার পাথর উত্তোলনের বোমা মেশিন উৎখাত করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ওসি রুহুল আমিন খান। এ ছাড়া ওই সব এলাকার স্থানীয় বাসিন্দারাও জানাল অবৈধ বোমা মেশিনগুলো শুক্রবার সকাল থেকে অপসারণ করে সঠকে পড়ে পাথরখেকোর দল। তবে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। উল্লেখ্য, গত ৪ এপ্রিল ‘অবৈধভাবে পাথর উত্তোলন ॥ হুমকিতে তিস্তা ব্যারাজ’ শিরোনামে এবং ৮ এপ্রিল ’তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছেই’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে দুই দফায় খবর প্রকাশের পর প্রশাসন ও পুলিশের টনক নড়ে।
×