ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর্শনায় ভবন নির্মাণে দুর্নীতি ॥ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৪:০০, ৯ এপ্রিল ২০১৬

দর্শনায় ভবন নির্মাণে দুর্নীতি ॥ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৮ এপ্রিল ॥ উপজেলার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে উদ্ভিদ সংগনিরোধ অফিস ভবন নির্মাণে কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শনের জন্য শুক্রবার ঢাকা থেকে ৩ সদস্যের প্রতিনিধি দল দর্শনায় এসে পৌঁছেছে। তদন্ত কমিটি বেলা সাড়ে ১১টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কমিটির কনসালটেন্ট আইয়ুব হোসেন জানান, ভবনের যেখানেই নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে সেখান থেকেই ভাঙ্গার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের দেখভাল করার কাজে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী শুব্রত বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন, বেনাপোল স্থল বন্দরের ডেপুটি ডাইরেক্টর আব্দুল ওয়াজেদ, চুয়াডাঙ্গা জেলা কৃষি কর্মকর্তা নির্মল কুমার দে ও ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। উল্লেখ, দর্শনা পৌর ভবনের পাশে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদফতর দুই কোটি ৪১ লাখ টাকা খরচে গত ডিসেম্বরের উদ্ভিদ সংগনিরোধ অফিসের তত্তাবধানে একটি ৫ তলা ভবন নির্মাণের কাজ রডের পরিবর্তে বাঁশের চটা দিয়ে পিলারের ঢালাই কাজ শুরু করলে এলাকাবাসী দেখে ঢালাইকৃত পিলার হাতুড়ি দিয়ে ভেঙ্গে নির্মাণ কাজ বন্ধ করে।
×