ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৪৭, ৮ এপ্রিল ২০১৬

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার শ্যামপুরে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে এক শিশু আহত হয়েছে। এদিকে বিপুল পরিমাণ জাল লাইসেন্স ও সার্টিফিকেট প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর শ্যামপুরে গ্লাস ফ্যাক্টরি রোডে কেয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কেয়া স্থানীয় মাইনুদ্দিন হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম আবুল কাশেম। তিনি পেশায় গাড়ি চালক। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মোবাইলে কথা বলা নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করে কেয়া অভিমানে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, বিকেল ৪টার দিকে খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে কেয়াকে ফ্যানের এ্যাঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কেয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কেয়ার বাবাকে পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে। শিশু দগ্ধ ॥ কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে হ্যাপি আক্তার (৭) নামে এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বাবার নাম হারুন মিয়া। তারা কাজিপাড়া এলাকা ১৬/১ নম্বর বাড়িতে ভাড়া থাকে। প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার ॥ রাজধানী থেকে জাল লাইসেন্স ও সার্টিফিকেটসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে তাদের আটক করে র‌্যাব-৪।
×