ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১৯ এপ্রিল

প্রকাশিত: ০৩:৫৯, ৮ এপ্রিল ২০১৬

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১৯ এপ্রিল

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেড (আইবিএল) কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ২০১৩ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী পর্ষদ সভা আহ্বান করেছে। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামিক ফাইন্যান্সের পর্ষদ সভা স্থগিত অনিবার্য কারণবশত ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির পর্ষদ সভা হওয়ার কথা ছিল আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি হওয়ার কথা। তবে সভার নতুন তারিখ জানানো হয়নি। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়টিও রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×