ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাকের কাণ্ড

প্রকাশিত: ০৫:৫৮, ৬ এপ্রিল ২০১৬

কাকের কাণ্ড

বলিউড সুপারস্টার নানা পাটেকারের সেই বিখ্যাত সংলাপ মনে আছে, এক মচ্ছর আদমি কো...। তা সেই মশার ক্ষমতা আমরা সবাই জানি। ছোট প্রাণী হয়েও কী মারাত্মক ক্ষতি করতে পারে আমাদের। ঠিক এই রকম একটা ঘটনা ঘটেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে। মাত্র একটা কাক গোটা শহরের যাতায়াত ব্যবস্থা স্তব্ধ করে দেয়। খবরে বলা হয়েছে, ঘনসোলি ও রাবালে স্টেশনের মাঝে একটি কাকের জন্য গোটা লোকাল ট্রেন পরিষেবা ৩ ঘণ্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। একটি মাত্র কাকের জন্য ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেনের ওভারহেড তারে গ-গোল দেখা দেয়। এর জেরে ভাশি ও থানের মধ্যে অন্তত ৫০টি লোকাল ট্রেন বাতিল করা হয়। এতে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ওয়েবসাইট অবলম্বনে।
×