ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগের পোয়াবারো হবে ॥ হান্নান শাহ

প্রকাশিত: ০৫:৫৭, ৬ এপ্রিল ২০১৬

নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগের পোয়াবারো হবে ॥ হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করলে বাকি ধাপগুলোতে আওয়ামী লীগের পোয়াবারো হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ। তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে বলবে, আগের দুই ধাপের নির্বাচনে যত গ-গোল ও সহিংসতা হয়েছে সেগুলো বিএনপি করেছে। আর এখন কত ভাল নির্বাচন হচ্ছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধভাবে দেয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে ভোট ডাকাতির কাজে। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে, দেশে ভোট ডাকাত কারা? তারা ধানের শীষ ও জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এ সরকারের কৃপায় আমরা ভোট ডাকাতির নতুন নিয়ম দেখেছি। আগে ভোট জালিয়াতি হতো দিনের বেলায় সিল মারার মাধ্যমে আর এখন দেখা যাচ্ছে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ভোট করা হচ্ছে। এটিও এ সরকারের একটি উপহার। হান্নান শাহ বলেন, অনেকে বলছেন বিএনপির চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করা উচিত। কিন্তু গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন বর্জন করছি না। প্রত্যেকটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এ সরকারের কুৎসিত, সন্ত্রাসী ও গণবিরোধী চেহারা জনসম্মুখে নিয়ে আসব। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, মোশাররফ হোসেন, খালেদা ইয়াসমিন প্রমুখ। ব্যর্থতার দায় নিয়ে ইসির পদত্যাগ করা উচিত- এমাজউদ্দীন ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা দমনে ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমাজউদ্দীন বলেন, ইউপি নির্বাচনে এতগুলো প্রাণহানি হলো কিন্তু ইসি কোন পদক্ষেপ নিল না। ইসির যদি লজ্জা থাকত তাহলে একটি দিন হলেও তাদের পদে থাকত না। তারা পদত্যাগ করে অন্যদের ওপর দায়িত্ব দিত। মনে হচ্ছে তারা বোধশক্তিহীন। তিনি অবিলম্বে ইসিকে পদত্যাগ করে একটি ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান। জিয়ার মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত- রিজভী ॥ সরকার জিয়ার মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নক্সায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোন জায়গা রাখা হয়নি এমন অজুহাতে জিয়াউর রহমানের মাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
×