ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তনু হত্যার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২০, ৫ এপ্রিল ২০১৬

তনু হত্যার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সোমবারও সারাদেশ ছিল উত্তাল। বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করে সর্বস্তরের নারী-পুরুষ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যলয় ক্যাম্পাসের হাদী চত্বরে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূচীর আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমাবেশে বক্তৃতা, প্রতিবাদী গান, পথ নাটিকা, কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। বরিশাল ॥ সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। ইউনিয়নের জেলা শাখার সভাপতি শারমিন জাহান পপির সভাপতিত্বে সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, ছাত্র ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, বিএম কলেজ শাখার নেতা সাগর দাস প্রমুখ। নীলফামারী ॥ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে। সোমবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পাবনা ॥ পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শহরের সেন্ট্রাল গার্লস স্কুল, কালেক্টরেট স্কুল ও টাউন গার্লস স্কুলের ছাত্র-ছাত্রী অংশ নেয়। ফরিদপুর ॥ বিক্ষোভ পৃথকভাবে মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। টঙ্গী ॥ টঙ্গী হোসেন মার্কেট এলাকায় টঙ্গী ফাউন্ডেশন, মানবকণ্ঠ সেতুবন্ধন, যুগান্তর স্বজন সমাবেশ, দত্তপাড়া মডেল একাডেমি ও গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
×