ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আটক ২

মাগুরায় খাবারে চেতনানাশক ॥ অসুস্থ আট

প্রকাশিত: ০৩:৫৮, ৪ এপ্রিল ২০১৬

মাগুরায় খাবারে চেতনানাশক ॥  অসুস্থ আট

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ এপ্রিল ॥ সদর উপজেলার বারাসিয়া গ্রামে একই পরিবারের ৮ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগে অচেতন করে মালামাল নিয়ে পালানোর সময় গ্রামবাসী অজ্ঞান পার্টির দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। রবিবার সকালে অচেতন অবস্থায় গৃহস্বামী হাবিবুর রহমান, তার মা মাজেদা খাতুন, স্ত্রী সেলিনা পারভীন, ভাগ্নি যমুনা, মেয়ে রজনী, রাফেজা, চায়না ও আন্না নামে ৮ জন ও গণধোলাইয়ের শিকার অজ্ঞান পার্টির দুই সদস্য রবিউল ইসলাম ও দ্বীন মহম্মদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার বারাসিয়া গ্রামে হাবিবুর রহমানের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পর ধর্মআত্মীয়তার সূত্র ধরে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার রবিউল ইসলাম ও গোপালগঞ্জের দ্বীন মহম্মদ নামে দুইব্যক্তির সখ্যতা গড়ে ওঠে । প্রতারকরা শনিবার দুপুরে মাগুরা সদরের বারাসিয়া গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। রাতে হাবিবুরের পরিবারের সদস্যদের জন্য রাখা খাবারের সাথে তারা কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে পরিবারের ৮ সদস্য অচেতন হয়ে পড়ে। এ সুযোগে রাত ১২টার দিকে রবিউল ইসলাম ও দ্বীন মহম্মদ ঘরের মালামাল গুছাতে থাকে। গৃহস্বামী হাবিবুর রহমানের ভাই সিন্দবাদ রহমান বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা বন্ধ করে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে।
×