ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম আলোয় প্রকাশিত বক্তব্য অগ্রহণযোগ্য ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৩০, ১৯ মার্চ ২০১৬

প্রথম আলোয় প্রকাশিত বক্তব্য অগ্রহণযোগ্য ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক বিবৃতিতে বলেছেন, তার যে সাক্ষাৎকার দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন, প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতকারের বাইরেও নানা বিষয়ে কথা হয়েছে, যা পত্রিকাটি ছাপিয়ে দিয়েছে। শুক্রবার ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জড়িত’ শিরোনামে অর্থমন্ত্রীর ওই সাক্ষাতকার ছিল প্রথম আলোর প্রধান প্রতিবেদন। ওই দিনই দুপুরে এক বিবৃতিতে প্রকাশিত সাক্ষাতকারকে অগ্রণযোগ্য বলেন মুহিত, যার একটি অনুলিপি তিনি বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছেন। সেখানে প্রথম আলো সম্পাদকের উদ্দেশে তিনি লিখেছেন, সোহরাব হোসেন ও ফখরুল ইসলাম হারুন গত ১৭ মার্চ আমার সঙ্গে অনেকক্ষণ বসে একটি সাক্ষাতকার নেন। সেখানে সাক্ষাতকারের বাইরেও নানা বিষয় আলোচিত হয় এবং অনেক বিষয়ে আমি সাবধান করে দেই যে তা প্রকাশিতব্য নয়। সচরাচর আমার পূর্ব নির্ধারিত কোন সাক্ষাতকার গ্রহণ করা হলে তার খসড়াটি সাক্ষাতকারীরা আমাকে দেখে দিতে প্রদান করেন এবং আমার সম্পাদিত সাক্ষাৎকারই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এই সাক্ষাতকারে সেই রুটিন প্রতিপালিত হয়নি বলে মুহিত তার বিবৃতিতে জানিয়েছেন।
×