ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এদের রুখবে কে?

প্রকাশিত: ০৪:১৭, ১৯ মার্চ ২০১৬

এদের রুখবে কে?

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ মার্চ ॥ রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি ব্যতীত অন্য কারো ছবি না ব্যবহার করা প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি স্বাক্ষরিত এক চিঠি দেয়া হয় ২০১৫ সালের ১৪ ডিসেম্বর। ছোট্ট করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে বিভিন্ন নেতাকর্মীরা নিজেদের ছবি বিশালকায় করে উপস্থাপন করেন বিলবোর্ড, ব্যানার কিংবা ফেস্টুনে। যা দৃষ্টিকটু। উদ্বেগ জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওইসব ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন। কিন্তু কলাপাড়ায় এখনও এসব বহাল রয়েছে। এমনকি কতিপয় কুখ্যাতিসম্পন্ন মানুষও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিজের ছবির সঙ্গে ব্যানার ফেস্টুনে উপস্থাপন করে আসছেন। গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া। বিভিন্ন অপকর্ম করে মামলার আসামি, কুখ্যাতি রয়েছে এরাও নতুন নতুন করে ব্যানার ফেস্টুনে শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতার ছবি ক্ষুদ্র আকারে ব্যবহার করে আসছে। এ যেন কেন্দ্রীয় নিয়ম-নীতি ভাঙ্গার শ্রেষ্ঠ নজির স্থাপন করা হচ্ছে কলাপাড়ায়। বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, প্রত্যেকটি সহযোগী সংগঠনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে এ নির্দেশ সংবলিত চিঠি পাঠানো হয়েছে।
×