ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অগ্নিনির্বাপণ কর্মীদের ভুলে থাইল্যান্ডের এক ব্যাংকে ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ মার্চ ২০১৬

অগ্নিনির্বাপণ কর্মীদের ভুলে থাইল্যান্ডের এক ব্যাংকে ৮ জনের মৃত্যু

থাইল্যান্ডে রবিবার রাতে দেশটির বড় একটি আর্থিক প্রতিষ্ঠান সিয়াম কমার্সিয়াল ব্যাংকে (এসসিবি) অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কাজ করার সময় দুর্ঘটনায় আট জন নিহত এবং সাত জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপি’র । এসসিবি জানায়, ঠিকাদাররা বিল্ডিংয়ের রাসায়নিক অগ্নি নির্বাপক উন্নয়নের লক্ষে কাজ শুরু করলে ভুলবসত সেটি ফেটে যাওযায় রাসায়নিক অক্সিজেনগুলো মুক্ত হতে থাকে। ভারতে ভালুক হত্যায় এক শ’ বুলেট দুইজন গ্রামবাসী ও একজন বন কর্মকর্তাকে হত্যাকারী একটি মাদি ভালুককে হত্যা করতে ১০০টি বুলেট ব্যবহার করেছে ভারতের ছত্তিশগড় রাজ্য পুলিশ। রবিবার ভালুকটিকে হত্যা করতে পুলিশের ১০ জওয়ান ১০টি হাল্কা মেশিনগান ব্যবহার করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়। খবর ওয়েবসাইটের। ছত্তিশগড় রাজ্যের পূর্বাঞ্চলীয় মাহাসামুন্ড জেলায় এ ঘটনা ঘটেছে। খাওয়ার উপযোগী ফুল তুলতে বনে গিয়ে ভালুকটির হামলায় দুইজন গ্রামবাসী নিহত হন। উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করায় তামিলনাড়ুতে প্রকাশ্যে দলিত খুন প্রকাশ্য দিবালোকে ভরা বাজারের মধ্যে এক দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে কুপিয়ে খুন করল দুষ্কৃতকারীরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ত্রিপুরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভি শঙ্কর নামে ওই যুবক ও তাঁর স্ত্রী কৌশল্যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় তিন দুষ্কৃতকারী বাইকে চেপে এসে শঙ্করকে ব্যস্ত রাস্তার মধ্যে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। এ সময় আক্রমণের শিকার হন শঙ্করের স্ত্রী কৌশল্যাও। -ওয়েবসাইট
×