ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনী সহিংসতা

প্রকাশিত: ০৪:১২, ১৩ মার্চ ২০১৬

ইউপি নির্বাচনী সহিংসতা

বরিশালে ২০ মোটর সাইকেল ভাংচুর স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এসএম মনজুর হোসেন মিলনের বাড়িতে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। হামলায় চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী খালেদা বেগমসহ কমপক্ষে ১৫নারী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলা চলাকালে গ্রামবাসী মসজিদের মাইকে হামলাকারীদের প্রতিরোধ করার ডাক দেয়ায় গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ তাৎক্ষণিক হামলাকারীদের ধাওয়া করে। এ সময় গ্রামবাসীর হাতে ছাত্রলীগের কমপক্ষে ২৫ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও ক্ষুব্ধ গ্রামবাসী হামলাকারীদের ২০টি মোটরসাইকেল ভাংচুর করে পার্শ¦বর্তী পুকুর ও ডোবায় ফেলে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব বেলা দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরে বিএনপি প্রার্থী অবরুদ্ধ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, হাইকোর্টের রায় পেয়েও নির্বাচনী প্রচার চালাতে পারছেন না শিবচরের পাচ্চর ইউনিয়ন পরিষদের বিএনপি চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। প্রতিপক্ষের প্রচারে বাধা, মাইক ছিনিয়ে নেয়া, ব্যানার ছিড়ে ফেলা, কর্মী অপহরণ, গালিগালাজ ও ক্রমাগত এলাকা ছাড়ার হুমকির মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক পেয়ে গত ২২ ফেব্রুয়ারি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা মনোনয়নপত্র জমা দেন। ২৩ ফেব্রুয়ারি বাছাইকালে তার মনোনয়ন বাতিল হলে তিনি ২৫ ফেব্রুয়ারি জেলা নির্বাচন অফিসারের কাছে আপীল করেন। ২৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য হলেও ২৮ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হয় এবং নান্নু মোল্লার আপীল খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সাতক্ষীরা নির্বাচনী অফিসে আগুন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মী- সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের জের ধরে শুক্রবার রাতে ভোমরা ইউনিয়নের শাখরা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুর রহমান জানান, সদর উপজেলার শাখরায় স্থাপিত তার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পর সেখানে উপস্থিত তার ভাই শরিফুল ইসলামসহ তার কয়েকজন সমর্থককে পিটিয়ে জখম করে তারা। এ ছাড়া শনিবার সকালে তার পোস্টার ছিঁড়ে ও এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়েছে। কুষ্টিয়ায় হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম। শনিবার দুপুরে তালবাড়িয়ার কদমতলায় নির্বাচনী অফিসের সামনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জাসদ চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম অভিযোগ করেন, শুক্রবার রাত ৯টার দিকে গণসংযোগকালে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হান্নান ম-লের সমর্থকরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার সমর্থকদের হুমকি দেয়। এ সময় তারা হুমকি দিয়ে মশাল বাদ দিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে বলেন এবং পরবর্তীতে মশালের পক্ষে ভোট চাইলে বা গণসংযোগ করলে হত্যা করার হুমকি দেয়। ফরিদপুরে পুলিশের গুলি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে শনিবার সকালে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মাঝে সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। পুলিশ গুলি ছুড়ে সংঘর্ষ থামায়। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘারুয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের অধীনে হাজরাকান্দা গ্রামে বর্তমান ইউপি সদস্য জুলহাস মাতুব্বরের সাথে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে। ঐ গ্রামে একটি বিরোধীয় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সমর্ধক আব্দুর রশিদ ও রতন খানের মধ্যে বিরোধ চলে আসছিল। বাগেরহাটে মালামাল লুট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটের পিলগংগ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বৈলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আ’লীগ সর্মথিত চেয়ারম্যান প্রার্থী নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। চেয়ারম্যান প্রার্থী খান শামীম জামান পলাশ জানান, শুক্রবার রাতে বৈলতলী সøুইচগেট এলাকায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোড়লের সমর্থকরা তার সমর্থকদের উপর অকথ্য ভাষায় গালিগালাস করে চড়াও হয়। অপরদিকে মোরেলগঞ্জে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থীর হাত-পা কেটে দেয়ার জন্য অপেক্ষায় থাকা দুই ভাইকে ধারালো অস্ত্র ও হাতুড়িসহ আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে বোমা হামলা স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মোবারকের বাড়িতে বোমা হামলা হয়েছে। শুক্রবার রাত ১২টায় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বোমা হামলায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত জব্দ করে। যুবলীগ সভাপতিকে শোকজ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, চাকামইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির কেরামত হাওলাদারের পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ না করে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমানের পক্ষে প্রচার চালানোর অভিযোগে ইউনিয়ন যুবলীগ সভাপতি আল-আমিন তালুকদার কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। শরীয়তপুরে বাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ায় শনিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামের যুবলীগ কর্মী ফরিদ আহমেদ পিন্টু মাঝির বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকেরা। দক্ষিণ কোদালপুর দুর্গম চরাঞ্চলের যুবলীগ কর্মী ফরিদ আহমেদ পিন্টু মাঝি জানান, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোদালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এলাকাবাসীর এরকম ঘোষণা দেয়ায় কোদালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্বাস মাঝি, তার ভাই শাহ আলম মাঝি ও স্থানীয় বিএনপি ক্যাডার মতি সরদারসহ ৬০/৭০ জনের সন্ত্রাসী বাহিনী দক্ষিণ কোদালপুর গ্রামে তার নির্মাণাধীন টিনের ঘর চাইনিচ কুড়াল ও ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিনষ্ট করেছে। এসময় স্থানীয় আল আমীন গাজী, আমির হোসেন ভূইয়া, গিয়াস উদ্দীন বেপারী তাতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। সন্ত্রাসীদের হুমকির মুখে তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পটুয়াখালীতে আহত ২০ নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, সদর উপজেলার ছোটবিঘাই এলাকায় শুক্রবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লাল গাজীর বাড়িতে নৌকা প্রতীকের সমর্থকদের হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো। আহতদের মধ্যে মজিবর মৃধা, রিপন, কামাল, জুয়েল, আশ্রাফ, বশির, জসিম, সেলিম ফকির, ইউসুফ ও আনসার মাতবরকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মজিবরের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর পরই হঠাৎ করে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লাল গাজীর বাড়িতে হামলা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকরা। এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, তার বিজয় নিশ্চিত জেনে লাল গাজী নাটক সৃষ্টি করেছেন। দুই যুবকের দণ্ড নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, নওমালা ইউনিয়নে শনিবার দুপুরের দিকে নৌকা ও ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা চলাকালে পুলিশের হাতে আটক শহিদুল ও সাইফুল ইসলাম নামের দুই যুবককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন। অপর দিকে আদাবাড়িয়া ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় নিহত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশ্রাফ আলী ফকির হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজ মুন্সীকে একই দিন দুপুরে মিলঘর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনায় গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে খালিয়াজুরি উপজেলার চাকুয়া ইউনিয়নের পাতরা গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, কালী মন্দিরে হামলা এবং কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।
×