ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর শিক্ষা বোর্ড শিক্ষকরা ৯ মাসেও পাননি খাতা মূল্যায়নের সম্মানী

প্রকাশিত: ০৫:৫৮, ১২ মার্চ ২০১৬

যশোর শিক্ষা বোর্ড শিক্ষকরা ৯ মাসেও পাননি খাতা  মূল্যায়নের সম্মানী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিক্ষা বোর্ডের ২০১৫ সালের এইচএসসি’র খাতা মূল্যায়নের ৯ মাস পেরিয়ে গেলেও সম্মানী পাননি শিক্ষকরা। এতে ৪ হাজার ৬শ’ শিক্ষকের প্রায় সাড়ে ৩ কোটি টাকা আটকে আছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিতে হচ্ছে বলে দেরি হচ্ছে। কয়েক দিনের মধ্যে বিষয়ভিত্তিকভাবে টাকা ছাড় দেয়া হবে। ফলে দ্রুত শিক্ষকরা টাকা পেয়ে যাবেন। জানা গেছে, ২০১৫ সালের এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয়েছে ৯ মাস পেরিয়ে গেছে। কিন্তু শিক্ষকদের খাতা মূল্যায়নের টাকা এখনও দেয়া হয়নি। শিক্ষকরা জানিয়েছেন, প্রতিবছর পরীক্ষা শেষ হওয়ার ২/৩ মাসের মধ্যে তাদের খাতা মূল্যায়নের সম্মানী দেয়া হতো। কিন্তু এ বছর তারা এখনও টাকা পাননি। যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, শিক্ষকদের খাতা মূল্যায়নের টাকা দেয়া হবে এ বছর ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে। এজন্য গত দুই মাস ধরে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ব্যাংক কর্তৃপক্ষ।
×