ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিএসসিতে ৯ মার্চ ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ উৎসব

প্রকাশিত: ০৯:৪৩, ৭ মার্চ ২০১৬

টিএসসিতে ৯ মার্চ ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ উৎসব

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ লক্ষ্যে আগামী ৯ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্রের (টিএসসি) মাঠে নবীনবরণ উৎসবের আয়োজন করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ বিষয়ে আজ বেলা এগারোটায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন দুপুর দুটায় নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আরও অনেকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স জনকণ্ঠকে জানান, শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি। সব শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে তাদের পথচলা শুরু হয়েছে। এই মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানাতেই আমাদের এ আয়োজন। যে কোন কাজে সফল হতে হলে ঐক্যের বিকল্প নেই। এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যের বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা মনে করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের শক্তিতে বলীয়ান হয়ে নবীন শিক্ষার্থীরা দেশ ও জাতিকে আরও সমৃদ্ধ করে তুলবে এই আমাদের প্রত্যাশা।
×